বিক্ষোভকারী কৃষকদের পাশে এবার দাঁড়ালেন সোনু সুদ

লকডাউন পর্বে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তাঁর প্রচেষ্টা সবার নজর কেড়ে নিয়েছে। এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেও অনেকেই সোনুর কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন।

December 6, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

কৃষি আইনের (Farmers bill) প্রতিবাদে দেশজুড়ে কৃষকদের বিক্ষোভ চলছে। বিগত কিছু সময় ধরেই এই আইনের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দেশের অনেক বিশিষ্ট ব্যক্তি আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। বেশ কয়েকজন সিনেমা তারকাও আন্দোলনকে সমর্থন করেছেন। এবার অভিনেতা সোনু সুদও (Sonu Sood) কৃষক আন্দোলনের প্রতি তাঁর সমর্থনের কথা জানালেন।

সংকটগ্রস্ত, দরিদ্র ও অভাবগ্রস্তদের পাশে বরাবরই দাঁড়িয়েছেন সোনু। বিশেষ করে লকডাউন পর্বে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তাঁর প্রচেষ্টা সবার নজর কেড়ে নিয়েছে। এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেও অনেকেই সোনুর কাছে সাহায্যের আর্জি জানাচ্ছেন। সেই আর্জি পূরণে সাধ্যমতো চেষ্টা করছেন তিনি। এবার কৃষক আন্দোলনের সমর্থনেও সরব সোনু। এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে সোনু লিখেছেন, কৃষকদের মর্যাদা মা-বাবার চেয়ে কম নয়।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ট্যুইট বেশ ভাইরাল হচ্ছে। অনুরাগীদের একাংশ তাঁর এই ট্যুইটের উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এর আগে এক অনুরাগীর সঙ্গে দেখা করা নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন সোনু।

সম্প্রতি সোনুর এক অনুরাগী সাইকেলে চেপে বিহার থেকে মুম্বই আসার সিদ্ধান্ত নেন। ওই অনুরাগীর নাম অরমান। তিনি সোনু সুদের সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নেন। লকডাউনের সময় বিহারের লোকজনকে সহায়তার জন্য অরমান সোনুকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন। আর তার জন্য সাইকেলে চেপে বিহার থেকে রওনা দেন। এ কথা সোনু জানতে পারার সঙ্গে সঙ্গে বিমানের টিকিট কেটে দেন। এ কথা সোনু নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মারফৎ জানিয়েছেন। ট্যুইটে তিনি লেখেন, বিহারীবাবু, আপনি আমাদের অতিথি। সাইকেলে যাত্রা করেছেন কেন? সাইকেল সহ বিমানেই আসবেন।

উল্লেখ্য, গত দু’মাসেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সপ্তাহখানেক আগে রাজধানীত দিল্লিতে আন্দোলন উঠিয়ে নিয়ে আসেন তাঁরা। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ অন্যান্য রাজ্যের কৃষকরাও তাতে যোগ দেন। দিল্লি পুলিশ সীমানা আটকে দেওয়ায় এই মুহূর্তে দিল্লি-পঞ্জাব এবং দিল্লি-হরিয়ানা সীমানায় হাজার হাজার কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ইতিমধ্যে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে আন্দোলনকারীদের। সেই আলোচনায় এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। এরইমধ্যে আগামী ৮ ডিসেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen