শুধু সোফিয়াই নয়, অনস্টেজ যৌনাঙ্গ প্রদর্শন থেকে প্রস্রাব সবই করেছেন এই রকস্টাররা

‘হিরো’ খ্যাত গায়ক এনরিকে ইগলশিয়াস একাধিকবার অনস্টেজ নিজের যৌনাঙ্গ নিয়ে কথা বলেছেন

November 20, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

এনরিক ইগলেশিয়াস

‘হিরো’ খ্যাত গায়ক এনরিকে ইগলশিয়াস একাধিকবার অনস্টেজ নিজের যৌনাঙ্গ নিয়ে কথা বলেছেন। স্প্যানিশ গায়কের কথায়, ‘It’s Little’।

​ডোনিটা স্পার্কস

মার্কিন ব্যান্ড L7 -এর গায়িকা ডোনিটা স্পার্কস একসময় শো চলাকালীন একটি ব্যবহৃত ট্যাম্পন ছুঁড়ে মেরেছিলেন এক ভক্তের গায়ে। বলেছিলেন, ‘Eat It!’

​শ্যানন হুন

ব্লাইন্ড মেলনের লিড সিঙ্গার ছিলেন শ্যানন হুন। ১৯৯০ থেকে ১৯৯৫ পর্যন্ত প্রচুর শো করেছিলেন তিনি। একটি রক শো-তে যৌনাঙ্গ প্রদর্শন করে দর্শকদের গায়ে প্রস্রাব করেছিলেন তিনি।

ইগি পপ

সম্প্রতি সোফিয়া ইউরিস্তা অনস্টেজ প্রস্রাব করে শিরোনামে এসেছেন। তবে ‘গডফাদার অফ পাঙ্ক’ ইগি পপ ভরা স্টেজে দর্শকদের গায়ে বমি করে দিতেন মাঝেমধ্যেই!

জিজি অ্যালেন

আমেরিকান পাঙ্ক রক মিউজিশিয়ান যা করতেন, তা শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য। শোনা যায়, তিনি অনস্টেজ মলত্যাগ করে ভক্তদের গায়ে মল ছুঁড়ে দিতেন।

গিবি হেইনস

বাটহোল সার্ফার ব্যান্ডের লিড সিঙ্গার গিবি হেইনস একবার শো চলাকালীন একজন ব্যাকআপ ডান্সারের সঙ্গে স্টেজের উপরেই সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। যা চাক্ষুষ করেছিল তাঁর সমস্ত ভক্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen