কেমন আছেন সৌগত রায়? হাসপাতালের ‘মেডিক্যাল বোর্ড’ দিল বড় আপডেট

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি আপাতত স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ, বর্ষীয়ান তৃণমূল নেতা।

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৬: গত ২২ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মাঝে সৌগত রায়ের (Saugata Roy) শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়েছিল। স্নায়ুর রোগ ও অনিদ্রার সমস্যায় ভুগতে থাকা বর্ষীয়ান তৃণমূল সাংসদ (TMC MP) চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছিলেন। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি আপাতত স্থিতিশীল। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ, বর্ষীয়ান তৃণমূল নেতা।

চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে তন্দ্রাচ্ছন্নতা-সহ একাধিক সমস্যা ছিল। ভাল করে কথা বলতে পারছিলেন না সৌগত। কথা জড়িয়ে যাচ্ছিল। উঠে দাঁড়াতে গেলে পড়ে যাচ্ছিলেন তিনি। পিঠের নীচের দিকে ব্যথাও ছিল। বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌগতের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ খানিকটা উন্নত হয়েছে। আপাতত কথা কিছুটা স্বাভাবিক হয়েছে। কেটেছে তন্দ্রাচ্ছন্নতাও। তবে এখনও তিনি যথেষ্ট দুর্বল। সর্বক্ষণ তাঁর দিকে নজর রেখেছেন চিকিৎসকেরা। তাঁর শারীরিক উন্নতির লক্ষণগুলি সন্তোষজনক বলে মনে করা হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, যে ওষুধ সৌগতকে দেওয়া হয়েছে, তা কাজ করছে।

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। পেসমেকার বসে। এর পর তাঁকে আর বাড়িতে রাখার ঝুঁকি নেয়নি পরিবার। প্রথমে ভর্তি করানো হয়েছিল বেলঘরিয়ার একটি হাসপাতালে। পরে সেখান থেকে দক্ষিণ কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen