অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সৌমিত্র

শনিবার বিকেলে বেলভিউ হাসপাতাল জানাল, প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের তুলনায় অনেকটাই সুস্থ।

October 18, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনামুক্ত হওয়ার পর থেকেই চিকিৎসায় ‘ভাল সাড়া’ দিতে শুরু করেছিলেন তিনি। শনিবার বিকেলে বেলভিউ হাসপাতাল জানাল, প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আগের তুলনায় অনেকটাই সুস্থ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন, বর্ষীয়ান অভিনেতার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ আগের চেয়ে অনেক বেশি সচল। সোডিয়ামের মাত্রা-সহ অন্যান্য শারীরিক সুস্থতার মাপকাঠিও পুরোপুরি স্বাভাবিক। সিরিঞ্জ পাম্পের মাধ্যমে পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক করার চেষ্টাও ফলপ্রসূ হয়েছে।

গত দু’দিনে আর জ্বর আসেনি সৌমিত্রর। হাসাপাতালের কেবিনে শুয়ে তিনি এ দিন পছন্দের গান শুনেছেন। চোখ মেলে তাকিয়েছেন। এমনকি, মাঝেমধ্যে কথা বলারও চেষ্টা করেছেন। তবে এখনও সৌমিত্র কিছুটা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

কয়েক দিন আগে পর্যন্ত তাঁকে দৈনিক ১০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছিল। কিন্তু শারীরিক সুস্থতা কিছুটা ফেরায় এখন তা নেমে এসেছে ৪ লিটারে। তাঁর দেহে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা এখন ৯৬-৯৮ শতাংশ। এ দিনও তাঁর একাধিক শারীরিক পরীক্ষা হয়েছে। হৃদযন্ত্র, কিডনি, যকৃৎ-সহ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গই ঠিকঠাক কাজ করছে বলে হাসপাতাল সূত্রের খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen