গার্ড অফ অনারে বিদায় ‘অপু’কে

৪০ দিনের লড়াই শেষে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

November 15, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য় সম্পন্ন হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)।

পদযাত্রা করে রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে আসা হয় প্রয়াত অভিনেতার মরদেহ। (ছবি- সংগৃহীত)

তারপর সেখানেই গার্ড অফ অনার (Guard of honour) দেওয়া হয় প্রয়াত অভিনেতাকে।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মালা রায় সহ বিমান বসু প্রমুখ।  (ছবি- সংগৃহীত)

বাবার শেষযাত্রায় চোখের জল বাঁধ মানেনি মেয়ে পৌলমী বসুর। অঝোরে কাঁদছিলেন তিনি।

৪০ দিনের লড়াই শেষে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে অপরিসীম শূন্যতার সৃষ্টি হল বাংলা চলচ্চিত্র তথা সংস্কৃতির জগতে।  (ছবি- সংগৃহীত)

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen