সেজে উঠছে হাওড়া ব্রিজ, আলোয় ফুটে উঠবে কলকাতার ইতিহাস

কেন্দ্রীয় তথ্য এবং সংস্কৃতি দপ্তরের কাছে কলকাতা পোর্ট ট্রাস্ট লিখিতভাবে প্রস্তাব দিয়েছিল। ইতিমধ্যেই সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সবুজ সংকেত মিলেছে, মনে করা হচ্ছে শীঘ্রই কাজ শুরু হবে। গোটা কাজে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করা হবে।

October 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
হাওড়া ব্রিজ, প্রতীকী ছবি-wikimedia

সেজে উঠতে চলেছে হাওড়া ব্রিজ (Howrah Bridge), সন্ধ্যে হলেই লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে কলকাতার ইতিহাস ফুটিয়ে তোলা হবে। কেন্দ্রীয় তথ্য এবং সংস্কৃতি দপ্তরের কাছে কলকাতা পোর্ট ট্রাস্ট লিখিতভাবে প্রস্তাব দিয়েছিল। ইতিমধ্যেই সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সবুজ সংকেত মিলেছে, মনে করা হচ্ছে শীঘ্রই কাজ শুরু হবে। গোটা কাজে প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করা হবে।

উন্নতমানের আলো ব্যবহার করা হবে। অতি অল্প সময়ের ব্যবধানে সেই আলোগুলি রঙ বদলে ফেলতে পারবে। সেই সঙ্গে অদৃশ্য স্ক্রিনও থাকবে। দিনের বেলায় খালি চোখে তা দেখা যাবে না। সন্ধ্যা হতেই সেখানে ধরা দেবে প্রাচীন কলকাতার (Kolkata) ইতিহাস। এবার কেবল আর বিশেষ কোনও দিনে নয়, প্রতিদিন সন্ধ্যাবেলায় হাওড়া ব্রিজ লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে ​সেজে উঠবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen