হাসপাতাল থেকে ছুটি সৌরভের, উচ্ছসিত মহারাজের ভক্তরা

হাসপাতাল থেকে ছড়ার আগে সৌরভের আরেকবার শারিরীক পরীক্ষা হয়েছে। এবার থেক প্রতিসপ্তাহে বাড়িতে গিয়ে সৌরভের স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন চিকিৎসকরা।

January 7, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠির পরামর্শ নেওয়ার পরেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয় উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ। আজ তাঁকে হাসপাতালে নিত এলেন ডোনা ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে ছড়ার আগে সৌরভের আরেকবার শারিরীক পরীক্ষা হয়েছে। এবার থেকে প্রতিসপ্তাহে বাড়িতে গিয়ে সৌরভের স্বাস্থ্য পরীক্ষা করে আসবেন চিকিৎসকরা।

জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতারলের তৎপরতায় বড় ঘটনা এড়ানো গিয়েছে। সৌরভের হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে। তারমধ্যে দুটি স্ট্রেইন বসানো হয়েছে। একটি স্ট্রেন এখন বসানো হবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারপরেই দেবী শেঠির সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি সৌরভকে দেখতে বিশেষ বিমানে কলকাতায় আসেন। তিনি সৌরভকে ছুটি দেওযার সিদ্ধন্তে সিলমোহর দেন। দেবী শেঠির পরামর্শ মেনেই উডল্যান্ডস কর্তৃপক্ষ সৌরভকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন। দেবী শেঠি জানিয়েছেন এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন সৌরভ। সবরকম ধকল নিতে পারবেন তিনি।

এদিকে সৌরভের ছুটিক খবরে হাসপাতালের সামনে ভিড় করতে শুরু করেন তাঁর অনুগামীরা। সকাল থেকেই তাই হাসপাতালে সামনে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। গোটা হাসপাতাল চত্ত্বরে বাড়তি পুলিস মোতায়েন করা হয়েছে। প্ল্যাকার্ড হাতে হাসপাতালের সামনে ভিড় করেছেন অনুগামীরা।

হাসপাতাল থেকে বাইরে এসে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন মহারাজ৷ হাসতাপাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানলেন৷ বললেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন৷

তিন সপ্তাহ পরে তাঁর অন্য দুটি ধমনীতে স্টেন্ট বসানো হবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘরোয়া ডায়েটেই থাকতে হবে। খাদ্যতালিকা থেকে বাদ পড়ছে দুধজাতীয় খাবার। কোলেস্টরেল বাড়তে পারে এমন কিছুই খেতে পারবেন না মহারাজ। রেড মিট, বিরিয়নি আপাতত বন্ধ থাকবে।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর থাইরয়েড জনিত সমস্যাও রয়েছে। সে দিকেও নজর রাখবেন চিকিৎসকরা। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলে ক্রমে তিনি সবই খেতে পারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen