CAB সভাপতি হওয়ার দৌড়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, একক প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা
সৌরভ যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তাঁকে একক প্রার্থী হিসেবেই নির্বাচিত হতে দেখা যেতে পারে। সিএবি নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১০: প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ (CAB)-এর সভাপতির পদে লড়তে চলেছেন। তিনি নিজেই নিশ্চিত করেছেন যে, আসন্ন বার্ষিক সাধারণ সভার (AGM) আগে তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
সৌরভ যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তাঁকে একক প্রার্থী হিসেবেই নির্বাচিত হতে দেখা যেতে পারে। কারণ বর্তমান CAB সভাপতি অর্থাৎ তাঁর দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়কে এবার সরে দাঁড়াতে হবে —লোঢা কমিটির সুপারিশ অনুযায়ী নির্ধারিত মেয়াদকাল শেষ হয়ে গিয়েছে তাঁর।
সিএবি তাদের বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে। আসন্ন নির্বাচনের প্রস্তুতির জন্য মঙ্গলবার একটি জরুরি শীর্ষ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। চূড়ান্ত শীর্ষ পরিষদের সভাটি ১৪ আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বার্ষিক সাধারণ সভা ২০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
২০১৫ সালে CAB-র সচিব হিসেবে সৌরভের প্রশাসনিক যাত্রা শুরু হয়, এরপর জগমোহন ডালমিয়ার মৃত্যুর পরে তিনি সভাপতি হন। ২০১৯ সাল পর্যন্ত CAB-এর নেতৃত্বে ছিলেন তিনি। এর পরে বিসিসিআই সভাপতি হন এবং ২০২২ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি ।
CAB-তে তাঁর প্রথম ইনিংসে সৌরভ আধুনিক পরিকাঠামো গড়ে তোলার দিকে জোর দেন। কোচিং সিস্টেমে পেশাদারিত্ব আনা হয়, যার ফলে রঞ্জি ট্রফির মতো টুর্নামেন্টে বাংলা দলের পারফরম্যান্স উন্নত হয়।