আবার ২২ গজে দাঁড়িয়ে ছক্কা মারবেন মহারাজ! উদগ্রীব ক্রিকেট ভক্তরা

এবার সৌরভকে দেখা যাবে লেজেন্ডস ক্রিকেট লিগে দ্বিতীয় পর্বে একটি চ্যারিটি ম্যাচে খেলতে

July 30, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সংগৃহীত

আবার খেলার মাঠে ২২ গজে ব্যাট হাতে ফিরছেন ‘মহারাজ’।

এবার সৌরভকে দেখা যাবে লেজেন্ডস ক্রিকেট লিগে দ্বিতীয় পর্বে একটি চ্যারিটি ম্যাচে খেলতে। শুক্রবার আয়োজক সংস্থার তরফে এই খবর জানানো হয়। ইনস্টাগ্রামে সৌরভ নিজেও এই বিষয়ে খবরের সত্যতা স্বীকার করেছেন। সেখানেই মাঠে নামার আগে জিমে কসরত করে মেদ ঝরানোর ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি।

এবছর লেজেন্ড ক্রিকেট লিগ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। সেই লিগেই আবার ব্যাট হাতে মাঠে নামবেন সৌরভ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ ম্যাচে খেলতে নামবেন মহারাজ। তিনি ছাড়াও আরও অনেক প্রাক্তন তারকা ক্রিকেটার খেলতে নামবেন এই বিশেষ ম্যাচটিতে। তবে মূল আকর্ষণ হিসাবে থাকছেন সৌরভ।

তবে খেলার দিনক্ষণ জানানো হয়নি এখনও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen