সৌরভকে ‘মোহনবাগান রত্ন’ দিয়ে সম্মানিত করছে সবুজ-মেরুন
খেলোয়াড় জীবনে ন’বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি সবুজ-মেরুন তাঁবুতে এসেছেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইস্টবেঙ্গল গৌরব স্বীকৃতি আগেই পেয়েছিলেন, এবার মোহনবাগান রত্ন প্রদান করা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ঘটনাচক্রে, ওই দিন থেকেই অনুশীলন শুরু করছে মোহনবাগানের সিনিয়র দল। যে দিন সৌরভের নাম ঘোষণা করা হল, সে দিনই মোহনবাগান কলকাতা লিগে প্রথম ম্যাচে জিতেছে।
খেলোয়াড় জীবনে ন’বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ। অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি সবুজ-মেরুন তাঁবুতে এসেছেন। শেষ বার এসেছিলেন গত ২১ ডিসেম্বর। সে দিন মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচন করা হয়। সৌরভের হাতে নতুন সদস্য কার্ড তুলে দেওয়া হয় ক্লাবের তরফে।