INDvsSAT20: ভারতকে ৫১ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল প্রোটিয়ারা

December 11, 2025 | 2 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: আজ পঞ্জাবের মুল্লানপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে ১০১ রানে প্রোটিয়াসদের দুরমুশ করে দিয়েছিল। ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রয়েছে সূর্য কুমারের ছেলেরা। এখন দেখার ভারত এই ম্যাচ জিতে ২-০ করবে নাকি দক্ষিণ আফ্রিকা এই ম্যাচ জিতে সমতা ফেরাবে সিরিজে। রইল প্রতি মুহূর্তের লাইভ আপডেট।

LIVE UPDATE

২২:৪৫: ১৬২ তে গুটিয়ে গেল ভারতের ইনিংস, ৫১ রানে জয়লাভ করে সিরিজে সমতা ফেরালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

২২:৪৩: ২ বলে ০ করে সাজঘরে ফিরলেন বরুণ। ভারতের স্কোর ১৬২/৯

২২:৪১: ৩ বলে ৪ করে আউট অর্শদীপ, ১৬২ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের মুখে ভারত

২২:৩৮: ২ বলে ১ রান করে আউট দুবে

২২:৩৭: শেষ দুই ওভারে ৫৬ দরকার ভারতের, ক্রিজে শিভম দুবে এবং তিলক বর্মা

২২:৩৬: ১৭ বলে ২৭ রান করে আউট জিতেশ শর্মা

২২:৩৪: এবার দর্শকের মাঝে বল পাঠালেন জিতেশ, শেষ ১৪ বলে প্রয়োজন ৫৭

২২:৩২: কভারের উপর দিয়ে বল দর্শকের মাঝে পাঠিয়ে দিলেন তিলক, ১৬ বলে প্রয়োজন ৬৪ রানের

২২:৩০: বল প্রতি বাউন্ডারি প্রয়োজন এবার জয়ের জন্য। শেষ ৩ ওভারে ভারতের প্রয়োজন ৭২

২২:২৫: শেষ চার ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ৭৮ রানের। ক্রিজে রয়েছেন জিতেশ শর্মা এবং তিলক ভার্মা

২২:২৪: দর্শকের মাঝে বল পাঠিয়ে জয়ের ব্যবধান কমালেন জিতেশ, ভারতের প্রয়োজন ২৭ বলে ৮৫।

২২:২৩: শেষ ৫ ওভারে প্রয়োজন ৯১ রানের। ভারতের স্কোর ১২৩/৫।

২২:১৯: ব্যাটে নেমে প্রথম বলেই চার মারলেন জিতেশ, জয়ের জন্য প্রয়োজন ৩৩ বলে ৯২

২২:১৭: ২৩ বলে ২০ রান করে আউট হার্দিক।

২২:১৬: শেষ ৬ ওভারে ভারতের প্রয়োজন ৯৬ রান। ক্রিজে রয়েছেন তিলক এবং হার্দিক

২২:১৩: ৫০ রান সম্পূর্ণ তিলক ভার্মার, ভারত ১১২/৪

২২:০৯: ১৩.২ ওভারে ভারতের স্কোর ১০৬/৪, তিলক ৪৪*, পাণ্ডিয়া ১৭*

২২:০৪: ১২ ওভার শেষে ভারত ৯৪/৪, তিলক ৪১*, পাণ্ডিয়া ৮*

২২:০০: ১১ ওভারে ভারত ৯০/৪, পাণ্ডিয়া ৬*, ,তিলক ৩৯*

২১:৫১: অক্ষর প্যাটেল আউট, ভারত ,৯ ওভারে ৭১/৪

২১:৩৩: ৬ ওভারে ভারত ৫১/৩

২১:২৫: ৫ রান করে আউট অধিনায়ক সূর্য কুমার যাদব, ভারত ৩২/৩

২১:১৭: পাওয়ার-প্লের প্রথম তিন ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে ভারত

২০:৫১: ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ২১৩/৪, জয়ের জন্য ভারতের প্রয়োজন ২১৪ রান

২০:৪৯: ২০০ রান সম্পূর্ণ করল দক্ষিণ আফ্রিকা

২০:৪৭: ১৯.১ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৯৬/৪

২০:৩৮: ১৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৭৯/৪

২০:২৯: ১৪ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট ব্রেভিস, দক্ষিণ আফ্রিকা ১৬০/৪

২০:২৩: ৯০ রান করে রান আউট ডি কক, দক্ষিণ আফ্রিকা ১৬০/৩

২০:২০: ১৫০ রান সম্পূর্ণ দক্ষিণ আফ্রিকার

২০:১৭: ঝড়ের গতিতে ব্যাট করছেন ডি কক (৮৮*), দক্ষিণ আফ্রিকা ১৪৭/২

২০:১১: ১৩ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ১৩০/২

২০:০৩: ২৯ রান করে বরুণের বলে আউট মার্করাম

১৯:৫৯: ১০০ রান সম্পূর্ণ দক্ষিণ আফ্রিকার

১৯:৪৯: ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৯০/১, ডি কক ৬২*, মার্করাম ১৪*

১৯:৪২: ৫০ রান সম্পূর্ণ করলেন ডি কক, দক্ষিণ আফ্রিকা ৭৬/১

১৯:৩৯: ৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭০/১, ডি কক ৪৭*, মার্করাম ১০*

১৯:২৯: ৬ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫৩/১

১৯:২১: ৮ রান করে বরুণের বলে আউট হেনড্রিক্স, দক্ষিণ আফ্রিকা ৩৮/১

১৯:১০: ২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০/০

১৯:০৫: ১ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮/০

১৯:০০: ব্যাট করতে নামল দক্ষিণ আফ্রিকার ওপেনাররা

১৮:৩৬: টসে জিতে ফিল্ডিং নিল সূর্য কুমার যাদব

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen