‘নিষিদ্ধ ওষুধ’ গ্রহণের অভিযোগে ক্রিকেট থেকে সাময়িকভাবে নির্বাসিত দক্ষিণ আফ্রিকার পেসার রাবাডা

যদিও সেই সময় গুজরাট টাইটান্স বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কারণটা যে নিছকই ব্যক্তিগত নয়, তা জানা গেল এবার

May 4, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইপিএল ছেড়ে হঠাৎই দেশে ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাডা। মাত্র দু’টি ম্যাচ খেলে কেন তিনি দেশে ফিরে গিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও সেই সময় গুজরাট টাইটান্স বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণেই দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কিন্তু কারণটা যে নিছকই ব্যক্তিগত নয়, তা জানা গেল এবার। বলা ভালো, কারণটা নিজেই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান তারকা।

ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছেন রাবাডা। শনিবার এই মর্মে নিজেই ‘ভুল’ স্বীকার করেছেন তিনি। ডোপিংয়ের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ডোপ টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টিকে অনিচ্ছাকৃত বলে ক্ষমাও চেয়েছেন এই প্রোটিয়া পেসার। তিনি জানিয়েছেন, আর কখনও ক্রিকেট খেলার বিষয়টিকে এত হাল্কাভাবে নেব না। আমি এখন সাময়িক নির্বাসনের মধ্যে রয়েছি। তবে খুব শীঘ্রই ফের খেলায় ফিরতে চাই, কারণ আমি ক্রিকেটকে খুব ভালবাসি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen