South Calcutta Law College: তদন্তে সন্তুষ্ট ল কলেজের নির্যাতিতা, হাইকোর্টে জানালেন আইনজীবী

মামলায় স্বাধীন তদন্ত দাবি করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন শিক্ষাঙ্গনে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

July 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩২: দক্ষিণ কলকাতা ল কলেজ (South Calcutta Law College) গণধর্ষণকাণ্ডে নির্যাতিতা তরুণী কলকাতা পুলিশের (Kolkata Police) তদন্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তাঁর আইনজীবী।

LiveLaw-এর প্রতিবেদন অনুযায়ী, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শুনানির সময় নির্যাতিতার আইনজীবী জানান যে, তদন্তকারী আধিকারিকরা যথেষ্ট সচেতন এবং সহায়তা করেছেন।

এই মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন (Justice Soumen Sen) এবং বিচারপতি স্মিতা দাস দের (Justice Smita Das De) ডিভিশন বেঞ্চে। মামলায় একাধিক জনস্বার্থ মামলা (Public Interest Litigations – PILs) দায়ের হয়েছে, যাতে স্বাধীন তদন্ত দাবি করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন শিক্ষাঙ্গনে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

শুনানির সময় বিচারপতিরা পুলিশ কেস ডায়েরি এবং একটি সিলবন্দি রিপোর্ট নিয়ে পর্যালোচনা করেন, যেখানে তদন্তের অগ্রগতির বিস্তারিত বিবরণ ছিল। আদালত নির্দেশ দিয়েছে যে, ওই রিপোর্টের একটি স্ক্যানড কপি নির্যাতিতার আইনজীবীকে পাঠাতে হবে।

বিচারপতিরা নির্যাতিতার পক্ষ থেকে জানানো সন্তুষ্টির কথা রেকর্ডে লিপিবদ্ধ করেন এবং তা আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen