২৬শে টার্গেট সুকান্ত-গড়, অভিষেকের নির্দেশে দক্ষিণ দিনাজপুরে ছয়ে ৬ দখলে ঝাঁপাবে তৃণমূল
এই পরিস্থিতিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছয়ে ছয়ের লক্ষ্য বেঁধে দেওয়ায় তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৫৭: ছাব্বিশের আগে দক্ষিণ দিনাজপুরে বাড়তি জোর দিচ্ছে তৃণমূল। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গড়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্পষ্ট নির্দেশ, জেলার ছয় বিধানসভাতেই জয়ের লক্ষ্য পূরণ করতে হবে। কোথায় কেন হার হয়েছিল, তার বিশদ পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। তবে অভিষেকের এই নির্দেশে জেলার শীর্ষ নেতৃত্ব কী ভাবছে, তা নিয়েই এখন আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
ওয়াকিবহাল মহলের মতে, আয়তনে ছোট হলেও দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) রাজনৈতিক গুরুত্ব কম নয়। রাজ্য রাজনীতিতে এই জেলা সুকান্ত মজুমদারের জেলা বলে পরিচিত। বর্তমানে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে। তাই তাঁর গড়ে তৃণমূলের লড়াই স্বাভাবিক ভাবেই মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ছয়ে ছয়ের লক্ষ্য বেঁধে দেওয়ায় তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
২০২১ সালের বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই জয়ী হয়েছিল তৃণমূল (TMC)। তবে সাম্প্রতিক লোকসভা নির্বাচনে সমান সমান ফল হয়েছে, তিনটি আসন পেয়েছে তৃণমূল, তিনটি গেছে বিজেপির (BJP) ঝুলিতে। কেন এই পরাজয়, কোথায় গলদ, কার দায়, গোষ্ঠীদ্বন্দ্ব কতটা প্রভাব ফেলেছে, এইসব দিক খতিয়ে দেখতে জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলের মন্ত্রী ও হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র বলেন, “আমাদের লক্ষ্য সবকটি আসন জেতা। প্রস্তুতিও সেইভাবেই চলছে। আগেরবার আমরা ছয়ের মধ্যে পাঁচটি আসন জিতেছিলাম, আর একটি খুব অল্প ভোটে হেরেছিলাম। আসলে তখনই ছয়টি জেতা সম্ভব ছিল। এবার লোকসভার নিরিখে যে তিনটি আসন হাতছাড়া হয়েছে, আগামী নির্বাচনে সেগুলি ফেরানোই আমাদের মূল লক্ষ্য।”