নতুন ভূমিকায় কেকেআরে সাউদি, এবার আরও ধারালো হবে নাইটদের পেস ইউনিট

November 14, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৫: আইপিএল ২০২৬ মরশুমে নিজেদের সাপোর্ট স্টাফকে আরও শক্তিশালী করতে কলকাতা নাইট রাইডার্স নতুন এক অভিজ্ঞ মুখকে দলে যুক্ত করেছে। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টিম সাউদি এবার কেকেআরের বোলিং কোচের দায়িত্ব নিতে চলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানোর পর তিনি ইংল্যান্ডের টেস্ট দলেও পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন, যা তাঁর কোচিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

সাউদি প্লেয়ার হিসেবে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত কেকেআরের জার্সি গায়ে মাঠে নামেন। তাই ফ্র্যাঞ্চাইজির পরিবেশ, টিম কালচার এবং দলের কৌশলগত ভাবনা—সবকিছুর সঙ্গেই তাঁর পূর্বপরিচয় রয়েছে। আন্তর্জাতিক কেরিয়ারে ৭০০-র বেশি উইকেট, শতাধিক টেস্ট এবং একাধিক বিশ্বমঞ্চে উজ্জ্বল উপস্থিতি—এই সবই তাঁকে কেকেআরের তরুণ ও অভিজ্ঞ বোলারদের জন্য আদর্শ পথপ্রদর্শক করে তুলেছে।

সাম্প্রতিক সময়ে কেকেআরের কোচিং ইউনিটে বেশ কিছু পরিবর্তন এসেছে। প্রধান কোচ হিসেবে অভিষেক নায়ারের ভূমিকা, পাশাপাশি শেন ওয়াটসনের যোগদান—এই সমস্ত নতুন পরিকল্পনার মাঝেই সাউদির অন্তর্ভুক্তি দলের বোলিং বিভাগে নতুন দিশা আনবে বলে মনে করা হচ্ছে।

আইপিএল ২০২৬–এ আরও সুগঠিত এবং ধারালো বোলিং আক্রমণ গড়ে তোলাই এই নিয়োগের মূল লক্ষ্য। কেকেআর সমর্থকদের কাছে নতুন মরশুমের অপেক্ষা তাই আরও আকর্ষণীয় হয়ে উঠল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen