ঘরের মাঠে সাদার্ন সমিতির কাছে ২-০ হার মোহনবাগানের

আজ ঘরের মাঠে মোহনবাগান নেমেছিল সাদার্ন সমিতির বিরুদ্ধে।

August 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ঘরের মাঠে সাদার্ন সমিতির কাছে ২-০ হার মোহনবাগানের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ঘরের মাঠে মোহনবাগান নেমেছিল সাদার্ন সমিতির বিরুদ্ধে।

ম্যাচের প্রথমার্ধের ১৯ ও ২৪ মিনিটের মাথায় সাদার্ন সমিতির সৌগত দু গোল করে এগিয়ে দেয় দলকে। মোহনবাগান অনেক চেষ্টা করেও পুরো ম্যাচে গোল করতে সক্ষম হয়নি। ৯০ মিনিট শেষ হতে অতিরিক্ত ৯ মিনিট সময় দেয় রেফারি কিন্তু সেখানেও গোল করতে ব্যর্থ সবুজ-মেরুন শিবির। ২-০ গোলে সাদার্ন সমিতি হারায় মোহনবাগানকে।

এই হারের পর রাগে, হতাশায় মাঠে জলের বোতল ছোঁড়ে সবুজ মেরুন সমর্থকরা। মোহনবাগান CFL অভিযান দারুণ শুরু করলেও যথারীতি ব্যাকফুটে মোহনবাগান।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen