আবারও পিছোল শুভাংশুদের মহাকাশযাত্রা, কেন জানেন?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১০:০০: ফের পিছোল ভারতের শুভাংশু শুক্ল-সহ চার মহাকাশচারীর মহাকাশযাত্রা। এই নিয়ে পঞ্চম বার থমকে গেল তাঁদের যাত্রা। কথা ছিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুল্করা। তবে শেষবেলায় ফের বিড়ম্বনা। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির জেরে এই নিয়ে পঞ্চমবার পিছিয়ে গেল শুভাংশুদের ব্যোমযাত্রা। এদিন মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এলন মাস্কের সংস্থা স্পেসএক্স।
এলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল শুভাংশু-সহ চার মহাকাশচারীর। তবে যাত্রা শুরুর আগেই বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মাস্কের সংস্থার তরফে জানানো হয়, এই মহাকাশযাত্রার জন্য যে ফ্যালকন-৯ রকেট ব্যবহার করার কথা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। যার জেরেই আপাতত স্থগিত রাখা হচ্ছে যাত্রা। কবে ফের যাত্রা শুরু হবে সে বিষয়েও সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। বলা হয়েছে, ত্রুটি শোধরানোর পর নতুন তারিখ ঘোষণা করবে সংস্থা।
বুধবার সকালে (ভারতীয় সময়) এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভাংশুদের মহাকাশযাত্রা পিছোনোর বিষয়টি জানানো হয়। মাস্কের সংস্থার তরফে বলা হয়েছে, এই মহাকাশযাত্রার জন্য যে ফ্যালকন-৯ রকেট ব্যবহার করার কথা, তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে শুভাংশুদের যাত্রা আপাতত স্থগিত করা হচ্ছে। উৎক্ষেপণের নতুন তারিখ এখনও কিছু ঠিক হয়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত সমস্যা মেটানোর পরেই নতুন তারিখ ঘোষণা করা হবে।