স্পেনের Zara-র সাথে শিল্প গড়ার প্রস্তাব ও সাংস্কৃতিক চুক্তি বাংলার

এই কাজটি তারা এই বছরের শেষে বড়দিনের আগেই করে ফেলতে চাইছে।

September 14, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
স্পেনের Zara-র সাথে শিল্প গড়ার প্রস্তাব ও সাংস্কৃতিক চুক্তি বাংলার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: Tempe Grupo Inditex (Zara)- একটি টেক্সটাইল শিল্পের অন্যতম স্তম্ভ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফর চলাকালীন তাদের সাথে বৈঠক করেন। তারা নিজেদের ব্যবসা প্রসারিত করতে চাইছে বাংলায় যে কারণে বেসরকারি কোম্পানির সাথে অংশীদারিত্ব স্থাপন করে উৎপাদন স্থানান্তর করতে চায় এই রাজ্যে। এই কাজটি তারা এই বছরের শেষে বড়দিনের আগেই করে ফেলতে চাইছে।

এই প্রকল্পের সুবিধার্থে রাজ্য সরকার Tempe Grupo Inditex ও অংশীদারদের একটি কারখানার জন্য উপযুক্ত স্থানে প্রায় ১০০ একর জমি দেওয়ার জন্য আলোচনা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen