মেট্রোয় আগুনের ফুলকি! সক্কাল সক্কাল ভোগান্তি, সেন্ট্রালের পর বন্ধ পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০৩: সকাল সকাল আবারও মেট্রো বিভ্রাট। যাত্রীদের অভিযোগ, মেট্রোয় আগুনের ফুলকি দেখা দিয়েছে। ফলে সেন্ট্রালের পর থেকে আপাতত বন্ধ পরিষেবা। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। ফের একবার প্রশ্নের মুখে মেট্রো পরিষেবা।
বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ দমদমমুখী একটি মেট্রোর নিচ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। তৎক্ষণাৎ মেট্রো রেক খালি করে দেওয়া হয়। রেকটিকে কারশেডে পাঠানোর বন্দোবস্ত শুরু হয়। সেন্ট্রাল স্টেশনের পর থেকে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। প্রায় ২০ মিনিট ধরে বন্ধ ছিল পরিষেবা।
কলকাতা মেট্রো হল মহানগরের লাইফ লাইন। সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের একাধিক পিলারে ফাটল দেখা যায়। বন্ধ করে দেওয়া হয় স্টেশনটি। এখন শহিদ ক্ষুদিরাম অবধি পরিষেবা মিলছে। অন্যদিকে, যাত্রীদের অভিযোগ মেট্রো বর্তমানে সময়মতো চলে না। মাঝেমধ্যেই সময়ের ব্যবধান বেড়ে যায়। জল জমার কারণে প্রায়ই পরিষেবা ব্যাহত, যান্ত্রিক ত্রুটি লেগেই থাকে। বস্তুত চরম সমস্যায় পড়েন যাত্রীরা।