চিঠির বয়ানে খুশি নন স্পিকার, আজ সিবিআই-ইডির আধিকারিকদের তলব বিধানসভায়

‌ইডি ও সিবিআইয়ের প্রতিনিধিদের সম্প্রতি বিধানসভায় তলব করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভার সচিবের কাছে চিঠি জমা দিল ইডি। কিছুদিন আগে বিধানসভার অধ্যক্ষ যে ইডির প্রতিনিধিদের তলব করেছিলেন, সেই প্রেক্ষিতেই এই চিঠি বলে মনে করা হচ্ছে। ইডির চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়েছে বিধানসভার সচিবের তরফ থেকে। তবে পরিষদীয় রীতিনীতি অনুযায়ী, চিঠির বয়ান অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। এমনকি ইডির চিঠিতে সন্তুষ্ট নন স্পিকার।

September 22, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

‌ইডি ও সিবিআইয়ের প্রতিনিধিদের সম্প্রতি বিধানসভায় তলব করেছিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভার সচিবের কাছে চিঠি জমা দিল ইডি। কিছুদিন আগে বিধানসভার অধ্যক্ষ যে ইডির প্রতিনিধিদের তলব করেছিলেন, সেই প্রেক্ষিতেই এই চিঠি বলে মনে করা হচ্ছে। ইডির চিঠির প্রাপ্তিস্বীকার করা হয়েছে বিধানসভার সচিবের তরফ থেকে। তবে পরিষদীয় রীতিনীতি অনুযায়ী, চিঠির বয়ান অবশ্য প্রকাশ্যে আনা হয়নি। এমনকি ইডির চিঠিতে সন্তুষ্ট নন স্পিকার।

সিবিআই-র ডিএসপি ও ইডি-র অফিসারকে ২২ সেপ্টেম্বর অর্থাৎ আজ, বুধবার তলব করেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের অভিযোগ, প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট অনুযায়ী তাঁর অনুমতি না নিয়ে জনপ্রতিনিধিদের চার্জশিট দেওয়া হয়েছে।

নারদা কাণ্ডে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে চার্জশিট পেশের আগে বিধানসভার স্পিকারের অনুমতি নেওয়া হয়নি এই অভিযোগে সিবিআই-র ডিএসপি সত্যেন্দ্র সিং ও ইডি-র অফিসার রথীন বিশ্বাসকে বুধবার বিধানসভায় হাজিরা দিতে বলেছেন স্পিকার। ওই দিন দুপুরে অধ্যক্ষের ঘরে তাদেরকে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বিধানসভার স্পিকার ।

তৃণমূলের একের পর এক হেভিওয়েটকে সিবিআই কিংবা ইডি জিজ্ঞাসাবাদ করছে। কে নেই সেই তালিকায় । অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়। মলয় ঘটক থেকে মানস ভুঁইয়া।

যদিও চিঠিতে ইডি জানিয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়ে, তারা বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। বিধানসভার স্পিকার অবশ্য জানিয়েছেন, ইডি-সিবিআই অফিসাররা নির্দেশ মেনে বুধবার বিধানসভায় হাজির হবেন, এটা তাঁর প্রত্যাশা।

বিধানসভার স্পিকার জানান, বিধায়কদের বিরুদ্ধে যে ধারায় চার্জশিট দেওয়া হয়েছে তা দেওয়ার ক্ষেত্রে বিধানসভার স্পিকারের অনুমতি নিতে হয়। তা না করে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে।

এখন দেখার স্পিকারের নির্দেশ মেনে আজ, বুধবার দুপুরে আদৌ সিবিআই ও ইডি আধিকারিকরা বিধানসভায় হাজির হন কিনা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen