মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উঠতেই রাজ্যসভা মুলতুবির নির্দেশ অধ্যক্ষের

শুধু তাই নয় কিছুদিন আগে লোকসভা থেকে ওয়াকআউট করেছেন তৃণমূল-সহ বাকি বিরোধী দলের সাংসদরা। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধীরা।

March 28, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

দিনের পর দিন রান্নার গ্যাসের দাম হুহু করে বাড়ছে, সেই সঙ্গে তাল দিয়ে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। তাই বিষয়টি নিয়ে লাগাতার লোকসভা- রাজ্যসভায় সরব হচ্ছেন বিরোধীরা। মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় বার বার গলা চড়িয়েছেন তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। শুধু তাই নয় কিছুদিন আগে লোকসভা থেকে ওয়াকআউট করেছেন তৃণমূল-সহ বাকি বিরোধী দলের সাংসদরা। লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও প্রতিবাদে সামিল হয়েছেন বিরোধীরা।

আজ রাজ্যসভায় অধিবেশন শুরু হতে না হতেই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ ওঠে। এই বিষয়ে মুলতুবি প্রস্তাব এনে আলোচনার দাবি জানায় বিরোধী দলগুলি। আর তৎক্ষণা দুপুর ১২টা অবধি রাজ্যসভা মুলতুবি করে দেন অধ্যক্ষ। এর আগেও বহুবার এরকম ঘটনার সাক্ষী থেকেছে সংসদ। অস্বস্তিকর যে কোনও আলোচনা থেকেই পালাতে চায় বিজেপি। ফলস্বরূপ এর আগেও বার বার মুলতুবি হয়েছে সংসদ অধিবেশন। বিজেপিকে প্রশ্নবাণ থেকে বাঁচাতেই যে এই মুলতুবি করার সিদ্ধান্ত সে বিষয়ে একপ্রকার নিশ্চিত রাজনৈতিক মহল।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে কেন্দ্রীয় সরকার তথা অধ্যক্ষের সমালোচনায় সামিল হয়েছেন বিরোধী নেতারা। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ ব্রায়েন টুইটে লেখেন, ‘বিজেপি মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা থেকে পালাতে চাইছে। সংসদ সুষ্ঠভাবে চলুক চায় না বিজেপি। রাজ্যসভার ফুটেজ দেখানো হোক। দেশ সত্যিটা জানতে পারবে।’

কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ লেখেন, ‘মোদী সরকার কোনও আলোচনা বা বিতর্ক চাইছে না। তাই মূল্যবৃদ্ধি আর ভারত বনধের প্রসঙ্গ উঠতেই মুলতুবি করা হল রাজ্যসভা।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen