পুরসভার কাজ তদারকি করতে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি

সেখানে বলা হয়েছে, কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডে কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

May 24, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আসন্ন ঘূর্ণিঝড় ও করোনা পরিস্থিতিতে কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) সামগ্রিক কাজ দেখভালের জন্য তৈরি হল তিন সদস্যের কমিটি। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। অপর দুই সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী এবং পুর ও নগরোন্নয়ন সচিব খলিল আহমেদ। সম্প্রতি একটি নির্দেশ জারি করেছে নবান্ন। সেখানে বলা হয়েছে, কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডে কিছু আইনি জটিলতা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নির্দেশিকার শেষে বলা হয়েছে, এই কমিটি প্রশাসক বোর্ডের সঙ্গে আলোচনা করেই সমস্ত কাজ করবে। উল্লেখ্য, সম্প্রতি নারদা কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বর্তমানে তিনি আদালতের নির্দেশে পুলিসের নজরদারিতে গৃহবন্দি। সেই কারণেই প্রশাসক বোর্ডের মাথায় এই বিশেষ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কলকাতা পুরসভার এক শীর্ষকর্তা বলেন, ফিরহাদ হাকিম এখনও প্রশাসক বোর্ডের চেয়ারম্যান। প্রশাসক বোর্ড ভেঙে দেওয়া হয়নি। কিন্তু আগামী দিনে গৃহবন্দি অবস্থায় তাঁর কাজকর্ম নিয়ে যেন কোনও আইনি প্রশ্ন না ওঠে, সেই কারণেই সম্ভবত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen