মুর্শিদাবাদের ঘটনার তদন্তে সিট গঠন, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ন’জন অফিসার

একটি জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এ বার মুর্শিদাবাদের অশান্তির তদন্তে সিট গঠন করল রাজ্য পুলিশ।

April 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে গত সপ্তাহে অশান্তি ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে। মুর্শিদাবাদের ওই অশান্তির আবহে কয়েক জনের মৃত্যুর খবরও মিলেছিল। তার মধ্যে একটি জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এ বার মুর্শিদাবাদের অশান্তির তদন্তে সিট গঠন করল রাজ্য পুলিশ।

সূত্রের খবর, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ন’জন অফিসার। অ্যাডিশনাল এসপির পাশাপাশি এই টিমে রয়েছেন তিনজন ডেপুটি সুপার ও ছ’জন ইনস্পেক্টর।

পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি এসটিএফ, সিআইডি ও রাজ্যের গোয়েন্দা দপ্তরের সদস্যদের নিয়ে ন’জনের এই টিম গঠন করা হয়েছে। তাঁরা মুর্শিদাবাদের সাম্প্রতিক প্রতিটি হিংসার ঘটনার তদন্ত করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen