কালীপুজো উপলক্ষ্যে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে রাতে চলবে স্পেশাল মেট্রো

শহরের বাকি তিন রুটে স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।

October 31, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, বৃহস্পতিবার রাতে কালীপুজো উপলক্ষ্যে স্পেশাল মেট্রো চলবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। আজ রাত ৯টা ৪৮ মিনিট থেকে ১০টা ৪৮ মিনিট, এক ঘণ্টার মধ্যে দক্ষিণেশ্বর থেকে ২০ মিনিটের ব্যবধানে চারটি স্পেশাল মেট্রো চলবে। কবি সুভাষ থেকে আজ রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ২০ মিনিট অন্তর চারটি স্পেশাল মেট্রো রেক যাত্রা করবে।

কালীপুজোয় ছুটির জন্য নর্থ-সাউথ মেট্রো করিডরে পরিষেবার সংখ্যা কমবে। সপ্তাহের অন্যান্য কাজের দিনে ২৯২টি মেট্রো পরিষেবা পাওয়া যায়। আজ ১৯৮টি মেট্রো চলবে। অর্থাৎ আজ সারাদিনে ৯৪টি মেট্রো পরিষেবা কমবে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ মেট্রো পথে আজ কমবে পরিষেবা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর করিডরে অন্যান্য কাজের দিনগুলিতে ১০৬টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। কালীপুজোর জন্য সরকারি ছুটির দিনে সংশ্লিষ্ট রুটে আজ ৯০টি মেট্রো পরিষেবা চলবে। অর্থাৎ শিয়ালদহ থেকে সকাল ৬টা ৫৫ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে। সল্টলেক থেকে সকাল ৭টা ৫ মিনিটে প্রথম মেট্রো শিয়ালদহের উদ্দেশ্যে যাত্রা করবে। অন্যদিকে, রাতে শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৩৫ মিনিট এবং রাত ৯টা ৪০ মিনিটে। শহরের বাকি তিন রুটে স্বাভাবিক থাকবে মেট্রো পরিষেবা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen