SIR: ফলতা সফরে স্পেশ্যাল অবজার্ভার, কালই বৈঠকে বসবেন বিভিন্ন দলের সঙ্গে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:০০: আগামীকাল ফলতা সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনের (Election Commission of India) নিযুক্ত স্পেশ্যাল ইলেক্টোরাল রোল অবজার্ভার (Electoral Roll Observer) সুব্রত গুপ্ত (Subrata Gupta)। কমিশন সূত্রে খবর, তিনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন। রবিবারের বৈঠকের পরই শুরু হবে জেলাভিত্তিক পর্যালোচনা। একইসঙ্গে বাকি অবজারভাররাও কাল থেকেই জেলা সফর শুরু করবেন।
শুক্রবার সন্ধ্যায় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য ১২ জন অভিজ্ঞ আইএএস অফিসারকে ইলেক্টোরাল রোল অবজার্ভার পদে নিয়োগ করেছে। তাঁদের মধ্যে রয়েছেন একজন স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত। শুক্রবার বিকেল চারটেয় তিনি প্রথম ভিডিও কনফারেন্স করেন রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের (District Magistrate) সঙ্গে। তার আগে বেঙ্গল চেম্বারে ১২ জন অবজারভারদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও।
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, প্রতিটি জেলার ডিইও অর্থাৎ জেলা শাসক এবং ইআরও-দের কাজ পর্যবেক্ষণ করবেন অবজারভাররা। কোথাও ভুল হলে তা ধরিয়ে দেওয়া এবং বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার প্রতিটি ধাপ যেন কমিশনের নির্দেশ অনুযায়ী হয়, তা নিশ্চিত করাই তাঁদের দায়িত্ব। কোনও যোগ্য নাগরিক যেন বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তি যেন তালিকায় ঢুকে না পড়েন, সে বিষয়েও নজর রাখতে হবে।
জেলাগুলিতে নিম্নলিখিত আইএএস আধিকারিকদের নিয়োগ করা হয়েছে:
১) স্মিতা পান্ডে- পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম
২) তন্ময় চক্রবর্তী- মুর্শিদাবাদ, মালদা
৩) রণধীর কুমার-উত্তর ২৪ পরগনা, কলকাতা (উত্তর)
৪) সি. মুরুগান—দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (সাউথ)
৫) আর. অর্জুন-কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি
৬) রাজীব কুমার / জগদীশ মিনা-হাওড়া
৭) নীলম মিনা-পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
৮) অশ্বিনী কুমার যাদব-উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর
৯) নিরঞ্জন কুমার-দার্জিলিং, কালিম্পং
১০) দেবী প্রসাদ করানাম-পুরুলিয়া, বাঁকুড়া
১১) রচনা ভগত-নদীয়া
১২) ড. বিশ্বনাথ-হুগলি
অবজারভাররা প্রয়োজনে কমিশনকে নিয়মিত রিপোর্ট পাঠাতে পারবেন। তবে কোনও নির্বাচনী আধিকারিককে সরাসরি প্রশংসাপত্র (appreciation letter) দেওয়ার অনুমতি তাঁদের নেই। যদি মনে হয় কেউ প্রশংসার যোগ্য, তাহলে কমিশনে সুপারিশ পাঠাতে হবে।
সুব্রত গুপ্তের জন্য কমিশন সমস্ত প্রোটোকল ও সুবিধার ব্যবস্থা করেছে। কাজের প্রয়োজনে তিনি টিএ-ডিএ পাবেন এবং যেকোনও এয়ারলাইন্সে বিমানে ভ্রমণের সুবিধা নিতে পারবেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিস থেকে তাঁকে সমস্তরকম সহযোগিতা দেওয়া হবে।