ববি-সুব্রত জেলে, করোনা দমনে বিশেষ টাস্ক ফোর্স গঠন মমতার

পুরসভার মুখ্য প্রশাসক হিসেবে শহরবাসীর ‘যত্ন’ নেওয়ার দায়িত্ব ববিকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

May 20, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

করোনার (COVID19) বিরুদ্ধে যুদ্ধে তাঁর অন্যতম হাতিয়ার মন্ত্রিসভার সহকর্মী ফিরহাদ হাকিম ববি (Firhad Hakim) সিবিআইয়ের (CBI) সৌজন্যে জেল হেফাজতে। এই পর্বে সংক্রমণ এবং মৃত্যু, দুইই বাড়ছে কলকাতায়। পুরসভার মুখ্য প্রশাসক হিসেবে শহরবাসীর ‘যত্ন’ নেওয়ার দায়িত্ব ববিকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিষ্ঠার সঙ্গে সেই কাজ সারছিলেন কলকাতা বন্দরের বিধায়ক। কিন্তু এখন জেলবন্দি ববি বারবার আক্ষেপ করছেন, সেই দায়িত্ব পালন করতে না পারায়। এরকম একটা পরিস্থিতিতে করোনার সঙ্গে লড়াইকে নিরবিচ্ছিন্ন রাখতে জরুরি একটি ‘টাস্ক ফোর্স’ (Task Force) গঠন করলেন মমতা। মাথায় বসালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে, করোনার কবলে পড়া ভাইকে যিনি সদ্য হারিয়েছেন। 


প্রবীণ সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। শরীর খারাপ থাকলেও, প্রেসিডেন্সি জেল ছেড়ে সেখানে যেতে চাননি ববি। মঙ্গলবার রাতে ১০২ জ্বর আসে তাঁরো পেটের সমস্যাও দেখা দেয়। জেলের চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন। কোভিড পরীক্ষার পরামর্শ দেন তাঁরা। বুধবার সকালে সহবন্দিদের সঙ্গেই আরটিপিসিআর টেস্ট করান তিনি। অন্যদিকে এসএসকেএম হাসপাতালে করোনা পরীক্ষা হয় সুব্রতবাবু ও মদনবাবুর। ববি সহ তিনজনের রিপোর্টই নেগেটিভ আসায় স্বস্তি বেড়েছে সবপক্ষের। 


এদিনও বহু অনুরাগী ভিড় করেন জেল গেটের সামনে। পুলিস অবশ্য তাঁদের হটিয়ে দেয়। হাইকোর্টের শুনানি পর্বে কোনও কর্মী-সমর্থক সেখানে যেন ভিড় না করেন, এই আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ববি কন্যা সাব্বা হাকিম। বেলায় স্ত্রী এবং কন্যারা জেলে গিয়ে তাঁর খোঁজ খবর নেন। জেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বেশ কিছুক্ষণ হেঁটেছেন মন্ত্রী। করোনা পর্বে জেল বন্দিদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খোঁজখবরও করেন তিনি। জেলের স্যানিটাইজ ব্যবস্থাও খতিয়ে দেখেন। জেলের ওই সূত্রটি জানিয়েছে, দুপুরে মেডিক্যাল ডায়েট মেনে তাঁকে খাবার দেওয়া হয়। যদিও যৎসামান্যই খেয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen