দীঘায় জগন্নাথধামের উদ্বোধন আবহে ঘোষণা করেও বাতিল বিশেষ ট্রেন! আড়ালে কী?

রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হল, বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে।

April 27, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
দীঘায় জগন্নাথধামের উদ্বোধন আবহে ঘোষণা করেও বাতিল বিশেষ ট্রেন! আড়ালে কী?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৩০ এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নানধামের উদ্বোধন হবে। যাত্রীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হল, বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছিল, ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশেষ ট্রেনগুলি চলবে। রেল জানিয়েছিল, উল্লেখিত দিনগুলোয় দুপুর ১টা ১০ মিনিটে হাওড়া থেকে একটি দীঘাগামী ট্রেন ছাড়বে। পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। ন’মিনিট পর অর্থাৎ ১ টা ১৯ মিনিটে দাসনগর থেকে দীঘাগামী এই ট্রেন ছাড়বে এবং ৯ টা ২০ মিনিটে ট্রেনটি দিঘা স্টেশনে পৌঁছবে। এছাড়া দুপুর ১ টা বেজে ২৪ মিনিটে আবার রামরাজাতলা থেকে আরও একটি ট্রেন ছাড়বে। পাশাপাশি ২টো বেজে ৩ মিনিটে উলুবেড়িয়া থেকেও একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছিলেন, এই মুহূর্তে অনেক যাত্রী দীঘা যাচ্ছেন। তাঁদের কথা ভেবেই এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হল, বিশেষ ট্রেন বাতিল করা হয়েছে।

কিন্তু রবিবার একেবারে উল্টো অবস্থান নিল রেল। রেক ও রেল পরিষেবা সচল রাখার সীমাবদ্ধতা দেখিয়ে বাতিল করা হল বিশেষ ট্রেন। এতেই রাজনীতির গন্ধ পাচ্ছেন কেউ কেউ। রাজ্যের শাসক দলের একাধিক কর্মসূচির প্রাক্কালে এইভাবেই হঠাৎ করে ট্রেন বাতিল হতে দেখা গিয়েছে সাম্প্রতিক অতীতে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব, মানুষ ভিড় জমাচ্ছেন। সেখানে বার বার বিরোধী দলনেতা ও গেরুয়া শিবিরের নেতাদের দেখা গিয়েছে মন্দিরের বিরুদ্ধে কথা বলতে। তাই কি কেন্দ্রের হাতে থাকা রেল বাতিল হল? উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen