গঙ্গাসাগর মেলা উপলক্ষে শিয়ালদহ সাউথ শাখায় চলবে ২৩ জোড়া অতিরিক্ত ট্রেন

January 3, 2026 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.৪৭: গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে তীর্থযাত্রীদের যাতায়াত আরও স্বচ্ছন্দ করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। আগামী ৯ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগরের পুণ্যস্নান। এই সময় যাত্রী চাপ সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদহ সাউথ শাখায় বাড়তি ২৩ জোড়া লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জোড়া ট্রেন সম্পূর্ণভাবে মেলা স্পেশাল হিসেবে চলবে।

এই বিশেষ ট্রেনগুলি শিয়ালদহ থেকে নামখানা ও কাকদ্বীপ পর্যন্ত যাতায়াত করবে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, চলতি বছরে গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সর্বাধিক সংখ্যক ট্রেন পরিষেবা দেওয়া হচ্ছে, যাতে কম সময়ে বেশি সংখ্যক যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া যায় এবং স্টেশন চত্বরে ভিড় কমানো সম্ভব হয়।

ভিড় নিয়ন্ত্রণের জন্য গঙ্গাসাগরগামী ট্রেনের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্মও বরাদ্দ করেছে রেল। শিয়ালদহে প্ল্যাটফর্ম নম্বর ১৫ ও ১৬ এবং কাকদ্বীপে প্ল্যাটফর্ম নম্বর ২ নির্দিষ্ট করা হয়েছে। পাশাপাশি টিকিট ব্যবস্থা, পানীয় জল, নিরাপত্তা ও যাত্রী পরিষেবায় বিশেষ গুরুত্ব দিচ্ছে শিয়ালদহ ডিভিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen