রোহিতের অবসর নিয়ে জোর জল্পনা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষকর্তা এবং নির্বাচকদের মধ্যে আলোচনা চলছে রোহিতের অবসরের দিনক্ষণ নিয়ে।

December 31, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টেস্ট ক্রিকেট ছাড়ার দিন স্থির করে ফেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা? ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, সিডনি টেস্টের পরই হিটম্যান নাকি অবসর নেবেন। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের শীর্ষকর্তা এবং নির্বাচকদের মধ্যে আলোচনা চলছে রোহিতের অবসরের দিনক্ষণ নিয়ে।

আসলে দেওয়াল লিখন পড়তে পারছেন রোহিত। ২০২৪ সালে ভারত টি-২০ বিশ্বকাপ জিতেছিল। বীরের মর্যাদা পেয়েছিলেন অধিনায়ক। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ভরসার সলিল সমাধি। উত্তাপ টের পাচ্ছেন হিটম্যান স্বয়ং। চাপের মুখে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি যে প্রস্তুত, সেটা ম্যাচ শেষেই ইঙ্গিত দিয়েছেন।

রোহিতের কথায়, ‘এখনও সিরিজের একটা ম্যাচ বাকি। আমাদের লক্ষ্য, সিডনিতে জিতে সিরিজ ২-২ করা।’ তবে পঞ্চম টেস্টে প্রথম একাদশে যে বেশকিছু পরিবর্তন দেখা যাবে, সেই বার্তা মিলেছে রোহিতের কথায়, ‘দল নিয়ে ভাবার সময় এসেছে। ব্যক্তিগত পাফরম্যান্সেরও মূল্যায়ন প্রয়োজন। দেখা যাক কী হয়। এই ধাক্কা কাটিয়ে কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, তা নিয়ে ভাবনাচিন্তার প্রয়োজন।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার নির্লজ্জ আত্মসমর্পণের পিছনে দুই মহাতারকাকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন সমর্থকরা। অনেকে বলছেন, ‘রোহিতের চেয়ে বুমরাহ অনেক ভালো অধিনায়ক। সিডনিতে ফের বুমবুমকে নেতৃত্বের সুযোগ দেওয়া হোক।’ আসলে সিরিজের প্রথম ম্যাচে রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ অধিনায়কত্ব করেছিলেন। ২৯৫ রানে জিতে সফর শুরু করেছিল টিম ইন্ডিয়া। তারপর রোহিতের দলে যোগদান এবং ভারতের অন্তর্জলি যাত্রা। শুধু সমর্থকরা নন, বোর্ডের অন্দরেও টেস্ট দলের আমূল পরিবর্তনের দাবি উঠতে শুরু করেছে। চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রাপ্তি বলতে বুমরাহর দুর্দান্ত বোলিং। চ্যার ম্যাচে তাঁর শিকারসংখ্যা ৩০। যশস্বীর আক্রমণাত্মক ব্যাটিং এবং নীতীশ রেড্ডির উত্থানও নজর কেড়েছে। বাকিদের যেন এক খুরে মাথা কামানো। বিশেষ করে ঋষভ পন্থের মতো তারকার দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং নিয়ে ক্ষোভ সর্বত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen