মাঝ আকাশে দিল্লিগামী বিমানে আগুন, জরুরি অবতরণ পাটনায়
বিমানবন্দর সূত্রে খবর, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন।
June 19, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

দিল্লিগামী স্পাইসজেট বিমানে মাঝ আকাশে লাগল আগুন। এর জেরে জরুরি অবতরণ বিমানটিকে জরুরী অবতরণ করানো হল পাটনা বিমানবন্দরে। বিমানে ছিলেন ১৮৫ জন যাত্রী। বিমানবন্দর সূত্রে খবর, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। হতাহতের কোনও খবর নেই।
সূত্রের খবর, রবিবার দুপুর ১২টা ১০ মিনিটে পাটনার জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর থেকে ওড়ে স্পাইসজেটের এসজি৭২৫ বিমানটি। তার কয়েক মিনিট পর ডানায় আগুন দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিমানবন্দরে ঘটনাটি জানান হয়। এরপরই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় বিমানবন্দরে। বিমানের ১৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
দেখুন সেই রোমহর্ষক ভিডিও: