এবার স্টেথো ছেড়ে খেলার ময়দানে রাজ্যের চিকিৎসকরা!

এবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘খেলা হবে’।

March 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা নির্বাচনে স্লোগান শোনা গিয়েছিল ‘খেলা হবে’। তার পর আবার তা শোনা গেল, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাম্প্রতিক তৃণমূল কংগ্রেস যে সভা করল সেখান থেকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এবার খেলাটা একটু জোরে খেলতে হবে। জোরে বল মারতে হবে।

এবার স্টেথো ছেড়ে খেলার ময়দানে নামতে চলেছেন চিকিৎসকরা। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি! এই প্রথম রাজ্যে এমনটা ঘটতে চলেছে। এবার রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলিতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘খেলা হবে’।

বিশেষজ্ঞদের মতে এইভাবে রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজগুলিকে খেলার মধ্যে যুক্ত করতে পারা একটা বড় ব্যাপার। এতদিন পর্যন্ত চিকিৎসা করার বাইরে চিকিৎসকদের বিনোদনের তেমন কিছু থাকত না। ফলে কাজের জায়গায় ব্যাপক একঘেয়েমি তৈরি হয়। এই পরিস্থিতি কাটাতেই এবার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে খবর।
বাংলার সব সরকারি মেডিক্যাল কলেজকে নিয়ে রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতা করছে স্বাস্থ্যভবন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে এমন উদ্যোগ এই প্রথম। গত বছরের আরজি কর কাণ্ডের পর রাজ্যের এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen