তারকের চোটের ছবি ভাইরাল – IFA-র বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ক্রীড়াপ্রেমীরা

তারকের যদি আরও ভয়ঙ্কর চোট লাগত, যদি CPR দেওয়ার দরকার হত, তাহলে কী হত? ফুটবলারদের চোট-আঘাত লাগলে মাঠের মধ্যে শুশ্রূষার দায়িত্ব কি IFA নেবেন

July 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১২: পশ্চিমবঙ্গের ফুটবল নিয়ামক সংস্থা IFA-র বিরুদ্ধে অব্যবস্থা নিয়ে নানান অভিযোগ অনেকদিন ধরেই জমা হচ্ছিল। এবার ফটবলারদের চোট এবং মাঠের মধ্যে শুশ্রূষা নিয়ে ভয়ঙ্কর একটি ছবি ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফেটে পড়েছেন ফুটবলপ্রেমীরা।

সোমবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মোহনবাগান ও রেলওয়ে এফসি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সেই খেলায় মোহনবাগান ২-০ গোলে হারায় রেলওয়ে এফসিকে। সেই ম্যাচেই মোহনবাগানের মার্শাল কিস্কুর ট্যাকলে গুরুতর চোট পান রেলওয়ের তারক হেমব্রম।

যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তারক মাঠে হাত ঠুকে দেখান তাঁকে তুলে নেওয়া হোক। তাঁকে স্ট্রেচারে তুলে মাঠের বাইরে আনা হয়। শুশ্রূষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তাঁর চোটগ্রস্ত পায়ে দুটো ছাতা দিয়ে সাপোর্ট দেওয়া হয়। সমাজমাধ্যমে সেই ছবিই ভাইরাল হয়ে যায়। স্বাভাবিকভাবেই ফুটবলার থেকে ক্রীড়াপ্রেমী, সবাই ক্ষোভ উগরে দেন। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হরমনজ্যোৎ সিং খাবরা সেই ছবি শেযার করে লিখেছেন, ”উই ওয়ান্ট টু কোয়ালিফাই ফর ওয়ার্ল্ড কাপ।”

চোট পাওয়া তারক হেমব্রমকে তোলা হয় অ্যাম্বুল্যান্সে যা ছিল খারাপ। পরে আরেকটি অ্যাম্বুল্যান্সে করে তারককে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে। চিকিৎসক কাঞ্চন ভট্টাচার্যের অধীনে ভর্তি করা হয়েছে তাঁকে।

প্রশ্ন উঠছে, তারকের যদি আরও ভয়ঙ্কর চোট লাগত, যদি CPR দেওয়ার দরকার হত, তাহলে কী হত? ফুটবলারদের চোট-আঘাত লাগলে মাঠের মধ্যে ঠিকমত শুশ্রূষার দায়িত্ব কি IFA নেবেন – উঠছে প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen