বাংলার ক্রিকেট শিবিরে ডাক পেলেন মন্ত্রী মনোজ
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মনোজ এখন ক্রীড়াদপ্তরের প্রতিমন্ত্রী।
July 20, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

আসন্ন মরশুমের জন্য বাংলা দলের ফিটনেস ক্যাম্পে ৩৯ জন ক্রিকেটারকে ডাকল সিএবি (CAB)। আর সেখানে বড় চমক অবশ্যই মনোজ তিওয়ারি। কারণ, বাইশ গজ থেকে সরাসরি তিনি রাজনীতিতে পা রেখেছেন।
গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে মনোজ এখন ক্রীড়াদপ্তরের প্রতিমন্ত্রী। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো এবার ক্রিকেটকে আলবিদা জানাবেন।
কিন্তু নতুন মরশুম শুরু হওয়ার প্রাক্কালে সিএবি সভাপতিকে মনোজ (Manoj Tiwary) ফোন করে বাংলার হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেন। সেই মতোই শিবিরে তাঁকে ডাকা হয়েছে।