আকাশের ঠিকানায় নাম লেখালেন শ্রাবন্তী! কিন্তু কীভাবে?

এবার মর্ত্যলোকের গসিপের উর্ধ্বে আকাশের ঠিকানায় নিজের নাম লেখালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর নামে নামকরণ হল তারার নাম

August 23, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi
শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে-instagram.com/srabanti.smile

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জীবনে বহু ঝড়-ঝাপটা সামলেছেন এই তারকা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার অন্ত নেই। বিদ্রুপ-কটাক্ষ তাঁকে কোন‌ওদিন দমাতে পারে নি। এবার মর্ত্যলোকের গসিপের উর্ধ্বে আকাশের ঠিকানায় নিজের নাম লেখালেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর নামে নামকরণ হল তারার নাম।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে-instagram.com/srabanti.smile

গত ১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। আর এর আট দিন পরেই প্রকশ্যে এল জন্মদিনের নতুন এই উপহার। তাঁর নামে কেনা হয়েছে মহাকাশের একটি তারকা। তবে কে তাঁকে এই বিশেষ উপহার পাঠিয়েছেন? নাকি শ্রাবন্তী নিজেই কিনেছেন? সে কথা জানান নি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে-instagram.com/srabanti.smile

সোমবার একটি সার্টিফিকেট শেয়ার করেছেন শ্রাবন্তী, যেখানে অভিনেত্রী নিজেই জানান এখন থেকে মহাকাশের একটি তারার নামকরণ করা হল তাঁর নামে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে-instagram.com/srabanti.smile

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার টলি সুন্দরী লিখেছেন, , ‘এখন থেকে লিও নক্ষত্রপুঞ্জের, যা আমার রাশিও বটে, একটি তারার নাম শ্রাবন্তী। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তী নামেই ঐ তারার নাম নথিভুক্ত।’

যে ওয়েবসাইট থেকে এই তারাটি কেনা হয়েছে, সেখানে সার্চ অরে দেখা গেছে, ভারতীয় মুদ্রায় ৫ হাজার থেকে ৭ হাজারের মধ্যে যে কেউ যেকোনও স্টার কিনতে পারবে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছবি সৌজন্যে-instagram.com/srabanti.smile
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen