পেট থেকে বুক, টলি অভিনেত্রীদের কার কোথায় রয়েছে ট্যাটু? জেনে নিন

অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে শুরু করে শ্রীলেখা মিত্রের শরীরে ট্যাটুর কালি লেগেছে। যা তাদের আর‌ও সেক্সি ও আবেদনময়ী করে তুলেছে।

May 3, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউড থেকে টলিউড বডি আর্ট খুবই জনপ্রিয় ট্রেন্ড। এখন রাস্তার অলিতে গলিতেই ট্যাটু পার্লার দেখতে পাওয়া যায়। সম্প্রতি ট্যাটু সংস্কৃতি ধীরে ধীরে অভিনেত্রীদের মধ্যে ফ্যাশন হয়ে উঠছে। এক একটা ট্যাটু এক একরকম অর্থবহন করে। অভিনেত্রী মিমি চক্রবর্তী থেকে শুরু করে শ্রীলেখা মিত্রের শরীরে ট্যাটুর কালি লেগেছে। যা তাদের আর‌ও সেক্সি ও আবেদনময়ী করে তুলেছে।

দেখে নিন টলিউডের কোন অভিনেত্রীর শরীরে রয়েছে কিরকম ট্যাটু

মিমির হাতে আঁকা নটরাজ ও তলপেটে ট্যাটু, ছবি সৌজন্যে-instagram/mimichakraborty

মিমি চক্রবর্তী– মিমির তাঁর স্টাইল স্টেটমেন্টের জন্য সুপরিচিত। মিমির হাতে আঁকা নটরাজ ট্যাটুটি আসলে শক্তি ও দৃঢ়তার প্রতীক। তাঁর পেটের নীচের অংশেও একটি ট্যাটু আছে যা অ্যাপেন্ডিক্সের অপারেশনের দাগ ঢাকতে ট্যাটু করিয়েছেন তিনি।

নুসরতের বাঁ দিকের কাঁধের নীচে ট্যাটু, ছবি সৌজন্যে-instagram/nusratchirps

নুসরত জাহান – ট্যাটুসুন্দরী নুসরতের বাঁ দিকের কাঁধের নীচে যে ট্যাটুটি রয়েছে তাতে লেখা রয়েছে Victory। বুকের একটি অংশেও ছোট্ট ট্যাটু করিয়েছেন তিনি, যা সহজে চোখে পড়ার মতো নয়।

শ্রীলেখা মিত্র ট্যাটু, ছবি সৌজন্যে-instagram/sreelekhamitraofficial

শ্রীলেখা মিত্র– অভিনেত্রী শ্রীলেখা মিত্র তাঁর পিঠে ট্যাটু করিয়েছেন। এই অভিনেত্রী থাইল্যান্ডের একটি নকশা অনুযায়ী পিঠে সূর্য আঁকিয়েছেন। যা আসলে ‘শক্তির প্রতীক।

অভিনেত্রী মডেল মুমতাজ সরকারের ট্যাটু, ছবি সৌজন্যে-starsunfolded

মুমতাজ সরকার – জাদুকর পিসি সরকার জুনিয়রের কন্যা অভিনেত্রী মডেল মুমতাজ সরকার। তাঁর হাতে, পিঠে, পায়ে বহু ট্যাটু রয়েছে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাম হাতে ট্যাটু, ছবি সৌজন্যে-Srabanti Chatterjee Fans Club/ফেসবুক

শ্রাবন্তী চট্টোপাধ্যায়– শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বাম হাতে ময়ূরের পালকের ট্যাটু লক্ষ্য করা যায়। প্রায়ই হাতের ট্যাটুকে শো অফ করেন এই টলি সুন্দরী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen