শালীনতার সীমা ছাড়ালেন শ্রীলেখা, মুখ্যমন্ত্রী ও মহুয়াকে নিয়ে কদর্য পোস্ট

শালীনতার সীমা ছাড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

August 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শালীনতার সীমা ছাড়ালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অত্যন্ত কুরুচিকর পোস্ট করলেন অভিনেত্রী। সম্প্রতি শ্রীলেখাকে নিয়ে একটি মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ছবিতে অভিনেত্রী মদ্যপান করছেন বলে দাবি করে কটাক্ষ শুরু করে নেটিজেনদের একাংশ। যদিও শ্রীলেখার দাবি, এই ছবিটি ২ বছরের পুরানো এবং এডিট করা। এরপরই যারা এই ছবি ছড়িয়েছেন তাঁদের একহাত নিতে গিয়ে শালীনতার মাত্রা ছাড়ালেন শ্রীলেখা। মুখ্যমন্ত্রীকে নিয়ে করে ফেলেন অতীব কুরুচিকর পোস্ট।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মদ্যপানের বেশ কয়েকটি ছবি পোস্ট করে কটাক্ষ করেন শ্রীলেখা। শ্রীলেখা লেখেন, ‘আরে শশী থারুর আর মহুয়া মৈত্র যে… না! না! ছিঃ! বাংলা, ইংরাজি মদ না নিশ্চই গঙ্গাজল খাচ্ছেন বা সিএম-এর হিশু। কিন্তু আপনাদের দুজনকেই দেখতে ভালো লাগছে। আপনাদের পার্টির বোকামির জন্য এগুলো শেয়ার করতে বাধ্য হলাম। এবার আর জি কর নিয়ে কিছু বলুন’। শ্রীলেখার দাবি যে এই পোস্ট করার পরেই নাকি তাঁর পোস্টটি হাইড করে দেওয়া হয়, তাই তিনি পুনরায় সেই পোস্ট করেন।

এখানেই শশী থারুর ও মহুয়া মৈত্রকে শ্রীলেখা আরও লিখেছেন, “ম্যাডাম আপনার মদ্যপানে আমার ইস্যু নেই। পরের বার ডাকতে পারেন আমি যোগদান করব….।” এরপর তিনি আরও লেখেন, “বাধ্য হয়ে দিলাম। আপনার দলের লোকেদের জন্য।”

শ্রীলেখার এই পোস্টে অনেকেই কমেন্ট করেন যে এই ঘটনার সঙ্গে এই ছবির কোনও সম্পর্ক নেই। কেউ লেখেন, ‘সবটাই গুলিয়ে দেওয়া হচ্ছে’। কেউ কেউ প্রশ্ন তুলেছেন রুচি নিয়েও। কেউ আবার সরব হয়েছেন কারণ তাঁদের দাবি যেখানে মহিলাদের সম্মান, নিরাপত্তা নিয়ে আন্দোলন চলছে, সেখানে মহিলা হয়ে অপর মহিলাকে কেন এই হেনস্থা!
@Proteem etar ekta story image dis

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen