জাগো উমা – ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার

আবার কাজে আসবে গতি, খুলবে সিনেমা হল, জমবে আড্ডা, আবার জাগবে প্রতিশ্রুতি, জাগবে বিশ্বাস, হবে নতুন গান….শহরকে ভালো থাকার বার্তা দিতে জাগো উমা এবার এল নতুন ভাবে।

June 26, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

এই কয়েকমাসে অনেক বদলে গিয়েছে জীবন। বেশ কিছু অভ্যাস আমাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। যেমন মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, লকডাউন ইত্যাদি। করোনার আবহে বন্ধ বেড়ানো, বাইরে খাওয়া, শপিং, সিনেমা দেখা।

নববর্ষ, ঈদ, রথযাত্রা কোনও উৎসবই এবার হয়নি। যেটুকু হয়েছে তা শুধুমাত্র নিয়ম রক্ষার্থে। রথের দিনই শুরু হয়ে যায় দুর্গাপুজোর প্রস্তুতি। তাই এদিন নিয়ম মেনে কাঠামো পুজোও হয়েছে বনেদি বাড়িতে। কিন্তু বারোয়ারি পুজোর ভবিষ্যৎ ঝুলেই আছে অন্ধকারে।

জাগো উমা

নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এখন লড়াই চলছে সর্বত্র। কিন্তু উমা আবার আসছেন। মায়ের আগমনী বার্তাই আমাদের জীবনে আনবে নতুন ভোর। আবার কাজে আসবে গতি, খুলবে সিনেমা হল, জমবে আড্ডা, আবার জাগবে প্রতিশ্রুতি, জাগবে বিশ্বাস, হবে নতুন গান….

শহরকে ভালো থাকার বার্তা দিতে ‘জাগো উমা’ প্রকাশ পেল নতুন ভাবে। আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে – এই বার্তা দিলেন একঝাঁক তারকা। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এবং যিশু-সারা অভিনীত উমা সিনেমার এই টাইটেল ট্র্যাকের এবার এল আনলকডাউন ভার্সন। গলা মেলালেন অঞ্জন দত্ত, রূপঙ্কর, অনুপম, যিশু, সৃজিত, অনির্বান, রুদ্রনীল, গার্গী রায়চৌধুরী সহ একাধিক মানুষ।

উমার আগমনেই আবার শুচি হবে ধরা, এই বিশ্বাস আবার দিলেন পরিচালক সৃজিত এবং ওনার টিম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen