বসন্ত এসে গেছে – প্রকাশ্যে এলো সৃজিত-মিথিলার রিসেপশনের ভিডিও

সাত পাকে বাঁধা পড়েছেন গত ডিসেম্বরেই। বিয়ের দিন দুয়েক পরই মিথিলা চলে গেলেন জেনিভায়। আর এদিকে ‘মুখুজ্জ্যেবাবু’ তো ব্যস্ত হয়ে পড়েছিলেন ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের কাজ নিয়ে। তাই শেষমেশ ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারলেও প্রীতিভোজ কিন্তু বাকিই রয়ে গিয়েছিল।

April 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

সাত পাকে বাঁধা পড়েছেন গত ডিসেম্বরেই। বিয়ের দিন দুয়েক পরই মিথিলা চলে গেলেন জেনিভায়। আর এদিকে ‘মুখুজ্জ্যেবাবু’ তো ব্যস্ত হয়ে পড়েছিলেন ‘ফেলুদা ফেরত’ ওয়েব সিরিজের কাজ নিয়ে। তাই শেষমেশ ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে সারলেও প্রীতিভোজ কিন্তু বাকিই রয়ে গিয়েছিল।

তাই গত ২৯শে ফেব্রুয়ারি নদম্পতির রিসেপশনের এলাহী আয়োজন হয়েছিল কলকাতাতে। হোটেল রাজকুটিরে সম্পন্ন হয়েছে সৃজিত-মিথিলার রিসেপশন পার্টি।

নিমন্ত্রনপত্রেও ছিল একেবারে অভিনবত্বের ছোঁয়া। আমন্ত্রপত্রে উল্লেখ ছিল সৃজিতের ১০ বছরের কেরিয়ারের যাবতীয় সিনেমার কথা। আমন্ত্রণপত্রে এভাবেই আবেদন জানিয়েছেন ‘মুখার্জি কমিশন’।

আর এবার প্রকাশ্যে এলো রিসেপশন পার্টির ভিডিও। নিজের ফেসবুক পেজে সেই ভিডিওটি শেয়ার করেন পরিচালক বাবু। ভিডিও জুড়ে চতুষ্কোণের জনপ্রিয় গান ‘বসন্ত এসে গেছে’। বাঙালিয়ানায় ভরপুর এই ভিডিওটি মন ভাল করে দেবে আপনাদের।

দেখুন

https://www.facebook.com/public.pig.bd/videos/605177090330601/?t=94
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen