আশ্বিনের শারদপ্রাতে ফিরছেন ‘ভিঞ্চি দা’-র বিজয় আর ‘২২শে শ্রাবণ’-র প্রবীর রায়চৌধুরী?

ছবিতে বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী এবং ভিঞ্চি দার বিজয় পোদ্দারকে একই সঙ্গে দেখা যাবে।

March 28, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার টলিউডে তৈরি হতে চলেছে বাংলার প্রথম কপ ইউনিভার্স! আশ্বিনের শারদপ্রাতে ‘ভিঞ্চি দা’-র বিজয় পোদ্দার আর ‘২২শে শ্রাবণ’-র প্রবীর রায়চৌধুরী এক সঙ্গে রুপোলি পর্দায় ফিরছেন। এবার পুজোয় টলিপাড়া নিয়ে আসছে একাধিক ছবি। দেবের বাঘাযতীন, অরিন্দম শীলের সারান্ডায় মিতিন, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখাপাধ্যায়ের রক্তবীজ মুক্তি পাচ্ছে পুজোয়। এবার আসরে নামলেন সৃজিতও। ২২শে শ্রাবণ ও ভিঞ্চি দার জোড়া প্রিক্যুয়েল নিয়ে আসছেন পরিচালক। ছবিতে বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী এবং ভিঞ্চি দার বিজয় পোদ্দারকে একই সঙ্গে দেখা যাবে।

ভিঞ্চি দা সিনেমা, ছবি সৌজন্যে – ইউটিউব

একসময় পুজোয় সৃজিতের ছবি মুক্তি প্রায় রুটিন হয়ে গিয়েছিল। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গুমনামি ছিল সৃজিতের শেষ পুজো রিলিজ। ফলে এবার পুজোয় সৃজিতও ফিরছেন। ছবিতে যিশু সেনগুপ্ত এবং শুভশ্রীকে দেখা যেতে পারে বলে খবর রয়েছে। সেক্ষেত্রে বহুদিন পর সৃজিতের ছবিতে কাজ করবেন যিশু। যদিও যিশুর সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি বলেই খবর। অভিনেতাদের ডেট চূড়ান্ত হলেই শুটিং শুরু হবে বলে খবর মিলেছে।

২২শে শ্রাবণ সিনেমা, ছবি সৌজন্যে- ইউটিউব
TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen