১০ বছরে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন সৃজিত মুখোপাধ্যায় 

২০১০ সাল থেকে শুরু করে আজ ১০ বছর ধরে আমাদের একের পর এক সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি।

September 23, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

আধুনিক সময়ের অন্যতম সফল চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। ২০১০ সাল থেকে শুরু করে আজ ১০ বছর ধরে আমাদের একের পর এক সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। 

সম্পর্কের টানাপোড়েন থেকে অ্যাডভেঞ্চার সবক্ষেত্রেই তাঁর সমান পারদর্শিতা। শিল্প ও বাণিজ্যের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায় তাঁর ছবিতে। তাঁর ছবি চিন্তার খোরাক দেয় দর্শকদের। পাশাপাশি তাঁর সিনেমার গানগুলিও হয় একবারের বেশি শোনার মত।

আজ তাঁর জন্মদিনে রইল আমাদের বিচারে তাঁর সেরা পাঁচটি ছবির তালিকা: 

নির্বাক

এটি একটি অচিরাচরিত প্রেমের ছবি। এই পরীক্ষামূলক ছবিটি বেশ আধুনিক। এই পরীক্ষামূলক ছবিটি বেশ আধুনিক। এই ছবিতে অঞ্জন দত্তকে আমরা আবারও নতুন করে চিনতে পারবো। তবে সকলের নজর কেড়েছে সারমেয়টি।  

এক যে ছিল রাজা

ভাওয়াল সন্ন্যাসীর মামলা অবলম্বনে নির্মিত এই ছবি। ঐতিহাসিক ছবির ব্যাপ্তি সময়ের গন্ডি পার করে যায় অনায়াসে। কোর্টরুমকে সাদা কালোয় ফুটিয়ে তোলাতে ছবির আবেদন অন্য মাত্রা পায়। অভিনেতা যীশুকে এখানে চার রকম মেকআপে দেখা গেছে।

বাইশে শ্রাবণ

প্রতি বাঙালি বাড়িতেই থাকে একজন নাম না জানা কবি। কবিতা বাঙালির রন্ধ্রে রন্ধ্রে। কবিতার ইতিহাসে এক উল্লেখযোগ্য ধারা ছিল হাংরি আন্দোলন। সেই ইতিহাসের সাথে খুন, থ্রিলার আর গভীর মনস্তাত্বিক প্লট মিশিয়ে এক অনবদ্য ছবি বানিয়েছেন সৃজিত। 

জাতিস্বর

এটি শুধু একটি সিনেমা না, এই ছবিতে ইতিহাস জীবন্ত হয়ে ধরা দিয়েছে ক্যামেরায়। বাংলার কবিগানের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই সিনেমার মাধ্যমে। আছে অ্যান্টনি ফিরিঙ্গির কথা।

চতুষ্কোণ

এটিও একটি থ্রিলার। এখানে মূলত দেখানো হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কিভাবে পরিবর্তিত হতে থাকে, অনুশোচনায় ভোগে। পুরনো বন্ধুরা মিলিত হয় পুরনো দিনের স্মৃতি রোমন্থন করার জন্য। বন্ধুত্বের পাশাপাশি সমান তালে চলতে থাকে একটি প্রতিশোধের কাহিনীও।

এছাড়াও বিশেষ উল্লেখযোগ্য সিনেমাঃ

রাজকাহিনী

দেশভাগ নিয়ে এই সিনেমা। নিজের ঘর বাঁচাতে দেশভাগের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যৌনকর্মীদের প্রতিবাদের গল্প। 

উমা

এই ছবির গল্প বলার ধরণ মন জিতে নেয়। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই মর্মস্পর্শী ছবি দেখতে দেখতে চোখ দিয়ে জল বেড়োতে বাধ্য। মৃত্যুপথযাত্রী সন্তানকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এক বাবা লঙ্ঘন করতে পারে সব বাধা, বিপত্তি। সেই গল্পই বলেছেন সৃজিত।

হেমলক সোসাইটি

সারা বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা শুরু করেছে, তাই, ৮ বছর আগের এই ছবির গুরুত্বও অপরিসীম। এই সিনেমায় আত্মহত্যা প্রবণ মানুষদের মুলস্রোতে ফেরানোর বার্তা দেওয়া হয়েছে। এখানে কোয়েল মল্লিকের অভিনয় নজর কেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen