ধর্ষণের হুমকি মিমি’কে, কড়া প্রতিক্রিয়া দিলেন সৃজিত

চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলায় দোষীদের চরম শাস্তি চেয়ে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

August 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে সরব হয়েছিলেন। নির্যাতিতার জন্য বিচার চেয়ে পথেও নেমেছেন। তাতেই কুরুচিকর মন্তব্যের শিকার মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদকে।

চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ এবং খুনের মামলায় দোষীদের চরম শাস্তি চেয়ে মিছিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন। এই বিষয়টিকে অনেকেই ভালভাবে নেননি। যেখানে মানুষ বিচার চাইছে, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা বিতর্ক সৃষ্টি করেছে। আর এই পরিপ্রেক্ষিতেই ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে মিমি চক্রবর্তীকে।

প্রাক্তন সাংসদ সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই হুমকি পোস্ট শেয়ার করেন। তাতে একজন লিখেছেন, ‘রেপটা মিমির সঙ্গে হল ভাল হত’! আরও একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘যদি এই ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করতিস? মিমির পরিবারকেও ১০ লাখ টাকা দিতিস নাকি? মিমিকে আমার ঘরে পাঠিয়ে দিস আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’ এর পাশাপাশি অশ্লীল ভাষাও ব্যবহার করা হয়েছে।

মিমি বলেন, ‘‘ আমি ইতিমধ্যেই সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি। শাখার প্রধানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। একজন মহিলাকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা। কথায় কথায় ধর্ষণের হুমকি! এর শেষ দেখে আমি ছাড়ব।’’

তীব্র প্রতিক্রিয়া দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মিমির পোস্ট করা কুরুচিকর মন্তব্যের স্ক্রিনশট ‘X’ হ্যান্ডেলে শেয়ার করে মোক্ষম জবাব দেন তিনি। সৃজিত এমন একটি হুমকি পোস্ট শেয়ার করে চরম হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, সেলেব্রেটিদের ঘৃণা করবেন, করুন। তবে ভেবেচিন্তে। জেলে আবার ইন্টারনেট পাবে না!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen