লকডাউনে সৃজিত লিখে ফেললেন তিনটি স্ক্রিপ্ট

লকডাউনের সময়কে পুরোপুরি কাজে লাগাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি তিনটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছেন। তার মধ্যে একটি হল ‘ইতি বীণা’।

April 30, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

লকডাউনের সময়কে পুরোপুরি কাজে লাগাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি তিনটি ওয়েব সিরিজের চিত্রনাট্য লেখার কাজ শেষ করে ফেলেছেন। তার মধ্যে একটি হল ‘ইতি বীণা’। 

সৃজিত বলছেন, অপরটি হল ক্রিকেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। এই পর্যায়কে ছটি ভাগে ভাগ করা হয়েছে। তৃতীয়টির কথা এখনও খোলসা করতে চাননি পরিচালক। তবে সামান্য আভাস দিয়েছেন। এটি থ্রিলার সিরিজ হতে চলেছে এবং এই সিরিজের আটটি এপিসোড হবে। 

অনেকেই সৃজিতের থ্রিলারের ভক্ত। তবে এই নতুন থ্রিলারটির লেখক সৃজিত নিজে নন। তাহলে কে? এই প্রশ্নের উত্তর আপাতত সযত্নে গোপন করলেন পরিচালক। তাঁর কথায়, এই থ্রিলারটি একটি জনপ্রিয় ও সমসাময়িক বাংলা উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen