অবশেষে প্রকাশিত SSC-র নবম-দশমের ফলাফল, কীভাবে দেখবেন রেজাল্ট?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: অবশেষে সোমবার সন্ধ্যায় প্রকাশিত হল নবম-দশমের লিখিত পরীক্ষার ফলাফল। পরীক্ষার ৭১ দিনের মাথায় এই ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলের পাশাপাশি ‘আনসার কি’ প্রকাশের কথাও জানিয়েছে কমিশন। পরীক্ষার্থীরা স্কুল সার্ভিস কমিশনের (SSC) ওয়েবসাইট westbengalssc.com-এ গিয়ে ফল দেখতে পারবেন।
তবে ফলপ্রকাশের সঙ্গে সঙ্গে একাদশ-দ্বাদশ স্তরের মতোই এ বারও প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়। প্রাথমিকভাবে ওয়েবসাইটে (Website) ফলাফল বা ‘আনসার কি’ দেখা যাচ্ছিল না। কমিশন জানায়, একই সময়ে কয়েক লক্ষ পরীক্ষার্থী ওয়েবসাইটে লগইন করায় সাময়িক সমস্যা দেখা দিয়েছে। রাত আটটার পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ফল দেখা সম্ভব হয়।
‘যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর নেতা চিন্ময় মণ্ডল, যিনি দু’টি স্তরের পরীক্ষাই দিয়েছেন, জানান, একাদশ-দ্বাদশ স্তরে কাট-অফ নম্বর অতিক্রম করতে না পারায় তিনি ইন্টারভিউ কল পাননি। তাঁর আশা ছিল নবম-দশমের ফল নিয়ে। তিনি বলেন, “আমরা যারা যোগ্য হয়েও ডাক পাইনি, তাদের কাছে একমাত্র ভরসা নবম-দশম। এখানেও ডাক না পেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। দ্রুত ভেরিফিকেশনের প্রাথমিক তালিকা প্রকাশ করা হোক।”
এসএসসি-র তথ্য অনুযায়ী, মোট শূন্যপদ ৩৫,৭২৬। এর মধ্যে উচ্চমাধ্যমিক স্তরে শূন্যপদ ১২,৫১৪, নবম-দশম স্তরে ২৩,২১২। এ বার পরীক্ষায় বসেছেন ২,৯৩,১৯২ জন প্রার্থী।
নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করতে নতুন উদ্যোগে ১০০টি শূন্যপদের জন্য ডাকা হবে ১৬০ জন প্রার্থী। ফলে ৩৫,৭২৬টি শূন্যপদের জন্য ইন্টারভিউ ডাকা হবে প্রায় ৬০ হাজার প্রার্থীকে।