উচ্চ প্রাথমিক: পাঁচ হাজারেরও বেশি অভিযোগের সারবত্তা খুঁজে পেল না কমিশন

২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০,৪২৯ জন প্রার্থীর শুনানি শেষ করবে তারা। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি চলবে ৩,৮৩১ জন প্রার্থীর

September 5, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

পাঁচ হাজারেরও বেশি প্রার্থীর অভিযোগের সারবত্তা পেল না স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) (এসএসসি)। আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের শিক্ষক পদপ্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করতে বসেছিল তারা। এসএসসির সচিব ছাড়াও স্কুলশিক্ষা দপ্তরের ছ’জন সচিব পর্যায়ের আধিকারিক বিভিন্ন দফায় ব্যক্তিগতভাবে অভিযোগকারীদের সঙ্গে বসেন। কমিশন সূত্রে খবর, প্রায় ১৩ থেকে ১৫ হাজার প্রার্থী অভিযোগ জানিয়েছেন ৩১ জুলাই পর্যন্ত। তার মধ্যে থেকেই পাঁচ হাজার প্রার্থীর শুনানি শেষ করেছে এসএসসি। ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০,৪২৯ জন প্রার্থীর শুনানি শেষ করবে তারা। ১৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি চলবে ৩,৮৩১ জন প্রার্থীর। বাকিটা শেষ হয়ে যাবে ১০ সেপ্টেম্বরের মধ্যে। এই দফায় চলছে ৩,৪৮৩ জন প্রার্থীর শুনানির কাজ।

কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম (২১১০), দ্বিতীয় (১০০৫) এবং তৃতীয় (এখনও পর্যন্ত প্রায় দু’হাজার) দফা মিলিয়ে পাঁচ হাজার শুনানি শেষ হয়েছে। তাঁদের কারও প্রশিক্ষণ নেই। আবার একটা বড় অংশের প্রার্থীই ন্যূনতম কাট অফ মার্কস পেতে ব্যর্থ হয়েছেন। তাই, তাঁদের বিষয়টি আদালতের কাছে পেশ করা হলে, বিচারপতি সেই অভিযোগ নস্যাৎ করে দেবেন বলেই এসএসসির আশা। অন্যতম অভিযোগকারী অনির্বাণ বসুও ছিলেন আবেদনকারীদের তালিকায়। তিনি বলেন, প্রথমবার ডাক পেয়েছিলাম, কারণ এসএসসি আমাদের প্রশিক্ষণের মার্কশিট গ্রাহ্য করেছিল। যদিও তখন আমরা সার্টিফিকেট পাইনি। তবে, দ্বিতীয় দফায় সেটা গ্রাহ্য করা হয়নি। আমাদের আপত্তির জায়গা হল, অভিযোগের শুনানির ক্ষেত্রে একেকটি টেবিলে একেকরকম পদ্ধতি অনুসরণ করা নিয়ে। আমার অনেক বন্ধুর আমার মতো সমস্যা হলেও তাদের থেকে কিন্তু কাগজপত্র নেওয়া হয়েছে।
সফল প্রার্থীরা এবার অধৈর্য হয়ে পড়ছেন।

চাকরিপ্রার্থীদের মঞ্চের নেতা সুশান্ত ঘোষ বলেন, একের পর এক কারণে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। আমরাও জানতে পারছি, যাঁরা আবেদন করছেন, তাঁরা ইন্টারভিউয়ে ডাক পাওয়ার যোগ্য নন। তবে, তাঁদের অভিযোগের শুনানি শেষ না করে নিয়োগ শুরু সম্ভব নয়। এতে সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছেন সফল প্রার্থীরা। প্রসঙ্গত, সফল প্রার্থীদের অনেকেই এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen