SSC Exam: রবিবার নবম-দশমে নিয়োগ পরীক্ষা, কী কী নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের?
শনিবার সাংবাদিক সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জানান, পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ও মানব সম্পদের সমন্বয়ে গড়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:২৭: ‘যোগ্য’ বনাম ‘অযোগ্য’ বিতর্কের আবহে রাজ্যে ফের শুরু হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষা। প্রায় এক দশক পর এই পরীক্ষা ঘিরে উত্তেজনা তুঙ্গে। রবিবার (৭ সেপ্টেম্বর) নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা, আর ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের। মোট পরীক্ষার্থী প্রায় ৫.৬৫ লক্ষ। শুধু রবিবারই পরীক্ষায় বসছেন ৩.১৯ লক্ষ প্রার্থী।
এই বিশাল পরীক্ষাকেন্দ্রিক আয়োজনকে নির্বিঘ্ন রাখতে এবং প্রশ্নফাঁসের আশঙ্কা রুখতে SSC নিয়েছে একাধিক কঠোর পদক্ষেপ। শনিবার সাংবাদিক সম্মেলনে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি ও মানব সম্পদের সমন্বয়ে গড়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
নিয়মের কড়াকড়ি:
- সকাল ১০টা থেকেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক।
- শেষ মুহূর্তে প্রবেশের সময়সীমা ১১.৪৫ পর্যন্ত, যদিও পরীক্ষা শুরু হবে ঠিক ১২টায়।
- প্রশ্নপত্র পৌঁছবে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে, তবে তা খোলা যাবে শুধুমাত্র ১২টার পর।
নিরাপত্তা ও প্রযুক্তি:
- অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, যা নকল রোধে কার্যকর।
- প্রশ্নপত্রে থাকবে এমন প্রযুক্তি, যা ছবি তোলার চেষ্টা করলে শনাক্ত করতে পারবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে।
- পরীক্ষাকেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ সম্পূর্ণ নিষিদ্ধ- শুধু পরীক্ষার্থী নয়, ইনভিজিলেটর ও অবজার্ভারদের জন্যও।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা:
- স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, ঘড়ি ও ফটো আইডি সঙ্গে রাখা যাবে।
- অ্যাডমিট কার্ডে সমস্যা থাকলে আসল পরিচয়পত্র ও স্বপ্রত্যয়িত কপি বাধ্যতামূলক।
- প্রত্যেক পরীক্ষার্থীর জন্য SSC নিজেই পেনের ব্যবস্থা করেছে।
পরীক্ষার কেন্দ্র ও পর্যবেক্ষণ:
- ৭ সেপ্টেম্বর: ৬৩৬টি কেন্দ্র
- ১৪ সেপ্টেম্বর: ৪৭৮টি কেন্দ্র
- প্রতিটি কেন্দ্রে থাকবেন একজন করে অবজার্ভার, সাধারণত প্রধান শিক্ষক/শিক্ষিকা। প্রয়োজনে দায়িত্ব হস্তান্তর করা যাবে।
বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য:
- স্ক্রাইবের ব্যবস্থা রয়েছে। নবম-দশমের জন্য স্ক্রাইবের ন্যূনতম যোগ্যতা একাদশ শ্রেণি পাশ, একাদশ-দ্বাদশের জন্য স্নাতক।
মূল্যবান সামগ্রীর জন্য:
- পরীক্ষাকেন্দ্রে দামি বস্তু আনলে তা টোকেনের মাধ্যমে জমা রাখার ব্যবস্থা থাকবে।
SSC’র এই পদক্ষেপগুলি শুধু পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টাও। এখন দেখার, এই কঠোর ব্যবস্থার মধ্যে দিয়ে কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয় এই বহু প্রতীক্ষিত পরীক্ষা।