SSC শিক্ষক নিয়োগ পরীক্ষা: পরীক্ষার্থীদের সুবিধায় চালু কন্ট্রোল রুম
যাতে কোনও পরীক্ষার্থী সমস্যায় না পড়েন, সেই উদ্দেশ্যে শনিবার বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪২: রবিবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা। প্রায় ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। যাতে কোনও পরীক্ষার্থী সমস্যায় না পড়েন, সেই উদ্দেশ্যে শনিবার বিকেলে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরাও।
পরীক্ষা চলাকালীন যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য SSC কমিশনের দপ্তর সহ পাঁচটি আঞ্চলিক অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রোববার সকাল ৮টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই রুমগুলি সচল থাকবে।
যোগাযোগ নম্বর:
- SSC হেড অফিস: 033-23214550 / 9051176400 / 9051176500
- পূর্বাঞ্চল: 9239646361
- পশ্চিমাঞ্চল: 6294124059
- দক্ষিণাঞ্চল: 6289143054
- উত্তরাঞ্চল: 9064806833
- দক্ষিণ-পূর্বাঞ্চল: 9681683667
পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি
- পরীক্ষা শুরু: দুপুর ১২টা
- প্রবেশের শেষ সময়: সকাল ১১টা ৪৫
- প্রশ্নপত্র বিতরণ: সকাল ১১টা ৪৫
- প্রশ্নপত্র পৌঁছবে: সকাল ১০টা–১০:৩০-এর মধ্যে
- পরীক্ষাকেন্দ্র: মোট ৬৩৬টি
পরীক্ষার্থীদের স্বচ্ছ ফোল্ডার, স্বচ্ছ জলের বোতল ও স্বচ্ছ পেন নিয়ে যেতে হবে। মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি হবে, দায়িত্বে থাকবে বেসরকারি সংস্থা। মোবাইল, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর নিষিদ্ধ। অ্যাডমিট কার্ড ছাড়া প্রবেশ নিষেধ, প্রয়োজনে আধার বা ভোটার কার্ড সঙ্গে রাখতে হবে।
চেয়ারম্যান জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্রে থাকবে আলাদা সিকিউরিটি ফিচার, এবং অ্যাডমিট কার্ড স্ক্যানিং হবে। কেউ বেআইনি কিছু করলে অর্ধঘণ্টার মধ্যে ধরা পড়বেন। পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে, এবং CCTV নজরদারি থাকবে।
২০১৬ সালের নিয়োগে যাঁরা চাকরি পেয়েছিলেন, তাঁদের অনেকেই আবার আবেদন করেছেন। গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় আড়াই লক্ষ।