স্কুলে গ্রুপ C ও D পদে ৮,৪৭৭ শূন্যপদ, নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SSC
স্কুলে গ্রুপ C ও গ্রুপ D পদে মোট ৮ হাজার ৪৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ C পদে ২ হাজার ৯৮৯ এবং গ্রুপ D পদে ৫ হাজার ৪৮৮

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩৪: শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তুতি নিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, স্কুলে গ্রুপ C (Group-C) ও গ্রুপ D (Group-D) পদে মোট ৮ হাজার ৪৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে গ্রুপ C পদে শূন্যপদ ২ হাজার ৯৮৯ এবং গ্রুপ D পদে ৫ হাজার ৪৮৮।
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীরা ৩১ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি জানিয়েছে, কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com) নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, সম্প্রতি নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে এসএসসি (SSC)। আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। সুপ্রিম কোর্টে (Supreme Court) বাতিল হওয়া ২৬ হাজার চাকরির মধ্যে শিক্ষকদের পাশাপাশি শিক্ষাকর্মীরাও ছিলেন। তাই এবার শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন।