ইন্টারভিউয়ে ডাক না পাওয়া ১,১০০ চাকরিপ্রার্থীকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল এসএসসি

নোটিসে বলা হয়েছে, মোট ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের দরকারি নথিপত্র ‘আপলোড’ করতে হবে।

August 5, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নোটিস দিল স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার বিকেলে এসএসসি’র তরফে এক নোটিশ জারি করা হয়েছে।


নোটিসে বলা হয়েছে, মোট ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের দরকারি নথিপত্র ‘আপলোড’ করতে হবে। ডকুমেন্ট জমা দেওয়ার সময় শুরু হচ্ছে ৫ আগস্ট, অর্থাৎ শুক্রবারই। ১৩ আগস্ট ডকুমেন্ট জমা দে‍ওয়ার শেষ তারিখ। নোটিশে বলা হয়েছে, শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক বাদে উচ্চ প্রাথমিক মোট ১,১০০ শিক্ষক নিয়োগ করা হবে সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে।
আদালতের নির্দেশ মেনে মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাক না পাওয়া ১,১০০ চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। শুক্রবার রাত ১১টা ৫৯মিনিট থেকে নথি আপলোড করা যাবে। ১৩ আগস্টের মধ্যে নথি জমা না করলে আবেদনপত্র আর গ্রহণ করা হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen