রাজ্যে ২১ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু পুজোর আগেই

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিনের বৈঠকে আইনজীবীদেরও ডাকা হয়েছিল। নতুন নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ধারা এবং আইনে ব্যাপক রদবদল করা হচ্ছে।

August 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সোমবার রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই প্রধান শিক্ষক ও নতুন শিক্ষক নিয়োগ নিয়ে আলোচনা হয়। মূলত, আপার প্রাইমারি, মাধ্যমিক ‍ উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষক ও নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কীভাবে করা যায় তা নিয়ে আলোচনা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিনের বৈঠকে আইনজীবীদেরও ডাকা হয়েছিল। নতুন নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের ধারা এবং আইনে ব্যাপক রদবদল করা হচ্ছে।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, পুজোর মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। তিনি বলেন, সামনে যে ২১ হাজার পদে নিয়োগ আসছে, এদিনের বৈঠকে মূলত তা নিয়েই আলোচনা হয়েছে।

তবে এদিন বৈঠকে আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ৮ তারিখ ওঁরা আমার কাছে চিঠি দিয়ে বৈঠকে বসতে চেয়েছিল। যদিও সেই চিঠি আমি এখনও হাতে পাইনি। সেই চিঠি পেলেই আগামী ৮ তারিখ বৈঠকে বসব।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen