পেসমেকার বসাতে দেশে সেরা কলকাতার এসএসকেএম হাসপাতাল

মাসে প্রায় ৫০টি পেসমেকার বসিয়ে তৃতীয় স্থানে রয়েছে দুর্গাপুরের মিশন হাসপাতাল।

August 23, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

চিকিৎসকমহল ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা সূত্রে জানা গেছে যে ভারতের মধ্যে এসএসকেএম হাসপাতালেই সরকারি ক্ষেত্রে সবচেয়ে বেশি পেসমেকার বসছে। এসএসকেএমের হৃদরোগ বিভাগে প্রতি মাসে কমবেশি ১০০টি পেসমেকার বসছে । সরকারি ক্ষেত্রে এর ধারেকাছে সারা দেশের অন্য কোনও হাসপাতাল বা মেডিক্যাল কলেজ নেই।

এমনও দাবি উঠেছে যে বেসরকারি-সরকারি দুই ক্ষেত্র মিলিয়েও ‘পেসিং’ (পেসমেকার বসানো)-এ দেশের মধ্যে শীর্ষে এখন এসএসকেএম হাসপাতাল। সংবাদ সূত্রের খবর, বেঙ্গালুরুর শ্রীজয়দেব ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার সায়েন্স অ্যান্ড রিসার্চ সরকারি ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে মাসে কমবেশি ৬০-৭০টি পেসমেকার বসছে। দিল্লির গোবিন্দ বল্লভ পন্থ (জি বি পন্থ) ইনস্টিটিউট অব পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ রয়েছে তৃতীয় স্থানে, যেখানে ৪৫-৫০টি করে পেসমেকার বসছে মাসে।

জানা গেছে যে মুকুন্দপুরের নারায়ণা হৃদয়ালয়া গোষ্ঠীর হাসপাতালে (আরটিআইআইসিএস) সরকারি-বেসরকারি ক্ষেত্র মিলিয়ে পূর্ব ভারতে এসএসকেএমের পর সবচেয়ে বেশি পেসমেকার বসছে। সংখ্যা মাসে প্রায় ৬০টি করে। মাসে প্রায় ৫০টি পেসমেকার বসিয়ে তৃতীয় স্থানে রয়েছে দুর্গাপুরের মিশন হাসপাতাল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen